২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মহম্মদ যুবায়ের

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অল্ট নিউজ-এর সহ প্রতিষ্ঠাতা মহম্মদ যুবায়ের। জেলে রাখার কোনও কারণ নেই এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। এক মামলায় জামিন পাওয়ার পরেও অন্য আর এক মামলায় তাঁকে ফের জেলে ঢোকানোর  প্রক্রিয়াকে ‘জঘন্য চক্রান্ত  বলেও উল্লেখ করে শীর্ষ আদালত।পরবর্তী শুনানি না হওয়া পর্যন্তও তাঁর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশও দেন সুপ্রিম কোর্ট।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য,কয়েক সপ্তাহ আগে ধর্ম অবমাননার অভিযোগে মহম্মদ যুবায়ের নামে উত্তরপ্রদেশে বেশ কয়েকটা মামলা দায়ের করা হয়।তার পর থেকেই মহম্মদ যুবায়েরকে গ্রেফতার করেন দিল্লি পুলিশ।গত কয়েক সপ্তাহ জেলও খাটেন তিনি।অবশেষে ভুয়ো খবরের সত্যতা যাচাই করে জামিন পেলেন মহম্মদ যুবায়ের। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন জানালে, মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট।অবশেষে উত্তরপ্রদেশে দায়ের করা সমস্ত মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

উল্লেখ্য, যুবায়েরর বিরুদ্ধে  উত্তরপ্রদেশের দায়ের করা সমস্ত মামলার দিল্লি পুলিশের স্পেশাল সেলে দেওয়ার কথা ঘোষণা করেন শীর্ষ আদালত।আর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্তও কোনও প্রকার নয়া পদক্ষেপ না নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আদালতের পক্ষ থেকে এও বলা হয় যে,আইনের মতে গ্রেফতার করার ক্ষমতাও বুঝে শুনে প্রয়োগ করা উচিৎ।তাছাড়া যুবায়েরকে জেল বন্দি করা ও ভিন্ন ভিন্ন আদালতে ঘোরার কোনও ন্যায্য কারণ নেই। যুবায়ের  যাতে আর কোনও ট্যুইট না করেন, তেমন  নির্দেশ দিতে আদালতে আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।

 

কিন্তু আদালতের পক্ষ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে বলে সূত্রে খবর।  আদালতের এই বিষয়ে মন্তব্য করে বলেন, সাংবাদিক লিখতে পারবেন না, একথা কি বলা যায়! উনি যদি আইন লঙ্ঘন করেন, তখন আইনের কাছেই ফের জবাবদিহি করতে বাধ্য থাকবেন তিনি। কিন্তু একজন নাগরিকের কণ্ঠরোধ করতে আগাম পদক্ষেপ করা,কী করে সম্ভব?”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মহম্মদ যুবায়ের

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অল্ট নিউজ-এর সহ প্রতিষ্ঠাতা মহম্মদ যুবায়ের। জেলে রাখার কোনও কারণ নেই এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। এক মামলায় জামিন পাওয়ার পরেও অন্য আর এক মামলায় তাঁকে ফের জেলে ঢোকানোর  প্রক্রিয়াকে ‘জঘন্য চক্রান্ত  বলেও উল্লেখ করে শীর্ষ আদালত।পরবর্তী শুনানি না হওয়া পর্যন্তও তাঁর বিরুদ্ধে আর কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশও দেন সুপ্রিম কোর্ট।

 

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য,কয়েক সপ্তাহ আগে ধর্ম অবমাননার অভিযোগে মহম্মদ যুবায়ের নামে উত্তরপ্রদেশে বেশ কয়েকটা মামলা দায়ের করা হয়।তার পর থেকেই মহম্মদ যুবায়েরকে গ্রেফতার করেন দিল্লি পুলিশ।গত কয়েক সপ্তাহ জেলও খাটেন তিনি।অবশেষে ভুয়ো খবরের সত্যতা যাচাই করে জামিন পেলেন মহম্মদ যুবায়ের। বুধবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন জানালে, মঞ্জুর করেন সুপ্রিম কোর্ট।অবশেষে উত্তরপ্রদেশে দায়ের করা সমস্ত মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর হয়েছে।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

 

আরও পড়ুন: নির্বাচন কমিশনের এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা

উল্লেখ্য, যুবায়েরর বিরুদ্ধে  উত্তরপ্রদেশের দায়ের করা সমস্ত মামলার দিল্লি পুলিশের স্পেশাল সেলে দেওয়ার কথা ঘোষণা করেন শীর্ষ আদালত।আর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্তও কোনও প্রকার নয়া পদক্ষেপ না নেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, আদালতের পক্ষ থেকে এও বলা হয় যে,আইনের মতে গ্রেফতার করার ক্ষমতাও বুঝে শুনে প্রয়োগ করা উচিৎ।তাছাড়া যুবায়েরকে জেল বন্দি করা ও ভিন্ন ভিন্ন আদালতে ঘোরার কোনও ন্যায্য কারণ নেই। যুবায়ের  যাতে আর কোনও ট্যুইট না করেন, তেমন  নির্দেশ দিতে আদালতে আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।

 

কিন্তু আদালতের পক্ষ থেকে সেই আবেদন খারিজ করা হয়েছে বলে সূত্রে খবর।  আদালতের এই বিষয়ে মন্তব্য করে বলেন, সাংবাদিক লিখতে পারবেন না, একথা কি বলা যায়! উনি যদি আইন লঙ্ঘন করেন, তখন আইনের কাছেই ফের জবাবদিহি করতে বাধ্য থাকবেন তিনি। কিন্তু একজন নাগরিকের কণ্ঠরোধ করতে আগাম পদক্ষেপ করা,কী করে সম্ভব?”