পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় জঙ্গল লাগোয়া এলাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে দিতে বিশেষ ব্যবস্থা বনদফতরের

- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষা শুরু দিন ২৩ ফেব্রুয়ারি হানির হানায় মৃত্যু হয়েছে অর্জুন দাস নামে এক ছাত্রের। বাবার সঙ্গে বাইকে চেপে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল সে। পথে তার পথ আটকায় একটি দাঁতাল। শুঁড়ে করে তুলে আছড়ে মারে অর্জুনকে।
হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বাসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। বন দফতরের সমস্ত ছুটি বাতিল করা হয়।
এই ঘটনার শিক্ষা নিয়য়েখড়্গপুরের জঙ্গল লাগোয়া রাস্তায় নজরদারি চালানো শুরু করলেন বনদফতরের কর্মীরা। পরীক্ষার্থীদের কেন্দ্রে ও পরীক্ষার পর বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় রয়েছে হাতি। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গল লাগোয়া থানাগুলিতে বিশেষ নজরদারি চালানো শুরু করেছে পুলিশ। অন্যদিকে জঙ্গল এলাকা দিয়ে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য বন দফতর সতর্ক। জঙ্গল পথে কর্তব্যরত রয়েছেন বন কর্মীরাও।
খড়গপুর বন বিভাগের অধীন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার কলমাপুকুরিয়া-সহ বিভিন্ন এলাকায় বন দফতরের কর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য জঙ্গল পথে নজরদারি চালাচ্ছেন। যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলে মাইক নিয়ে সতর্ক করেন তাঁরা। বন দফতরের তরফে গাড়িতে করেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করে।
খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম জানিয়েছেন, ‘হাতি নিয়ে যাতে কোনও আতঙ্ক তৈরি না হয় সেজন্য জঙ্গল লাগোয়া রাস্তায় নজরদারি চালানো হচ্ছে। পরীক্ষার্থীদের কেন্দ্রে ও পরীক্ষার পর বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।”
কেশরেখা, নয়াগ্রাম, কলাইকুন্ডা সহ বিভিন্ন জঙ্গলে হাতি রয়েছে। কোন এলাকায় হাতি রয়েছে, তার হিসাব নিয়ে তাঁদের গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে। প্রতি বছরই পরীক্ষার সময়, এই ধরনের ব্যবস্থা করা হয়ে থাকে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর জন্য বন দফতরের গাড়ি রয়েছে। প্রয়োজনে আরও কিছু গাড়ির ব্যবস্থা করা হবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে। হাতি নিয়ে উদ্বেগে থাকে বাঁকুড়াও। পরীক্ষার্থীদের ক্ষেত্রে কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না বাঁকুড়ার বনদফতর।
গাড়িতে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।