Gaza: গাজার শিশুদের জন্য মেলানিয়াকে চিঠি এমিন এরদোগানের

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 289
পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখে গাজার (Gaza) শিশুদের করুণ অবস্থার কথা তুলে ধরেছেন। তিনি অনুরোধ করেছেন, মেলানিয়া যেন ইসরাইলের প্রধানমন্ত্রীকে সরাসরি এই বিষয়ে জানান এবং শিশুদের দুর্দশা লাঘবে উদ্যোগী হন।
এমিন এরদোগান উল্লেখ করেন, সম্প্রতি মেলানিয়া ইউক্রেন ও রাশিয়ার শিশুদের নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন, সেটাই তাঁকে অনুপ্রাণিত করেছে। তাঁর আশা, সেই মানবিক সংবেদনশীলতা গাজার (Gaza) ক্ষেত্রেও দেখানো হবে। তিনি লিখেছেন, বিশ্ব এখন ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে একত্রিত হচ্ছে। এই সময়ে গাজার জন্য আপনার কণ্ঠস্বর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পূরণের নিদর্শন হয়ে থাকবে।
চিঠি প্রকাশের ঠিক একদিন আগেই আন্তর্জাতিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশে দুর্ভিক্ষ চলছে এবং তা আরও ছড়িয়ে পড়তে পারে। এতে ইসরাইলের ওপর মানবিক সহায়তা বাড়ানোর চাপ আরও তীব্র হয়েছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের দাবি উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলের নীতি কখনো দুর্ভিক্ষ তৈরি করা নয়।
গাজার যুদ্ধ (Gaza) শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর। তারপর থেকে চলমান অভিযানে ইতিমধ্যেই ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।