ভুবনেশ্বরে, দড়ি দিয়ে বেঁধে রাস্তায় পেটানো হল দুই মুসলিম যুবককে

- আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: মুসলিম বিদ্বেষে উত্তরপ্রদেশকে টক্কর দিতে চাইছে ওড়িশা। ভুবনেশ্বরে দুই মুসলিম যুবককে রশি দিয়ে বেঁধে পথের উপর পেটানোর মর্মান্তিক দৃশ্য ভিডিয়ো করে ছড়িয়ে বাহাদুরি প্রকাশ করতে চাইল মুসলিম বিদ্বেষীরা। ভিডিয়োয় দেখা যাচ্ছে দুই মুসলিম তরুণকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাস্তার উপর বসিয়ে রাখা অবস্থায় পিঠে মুখে লাথি মারা হচ্ছে। আবর্জনার মধ্যে ফেলে রাখা হচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। এই নির্মম মারধরের ঘটনা উপভোগ করছে জমা হওয়া মানুষ। দুই মুসলিম যুবকের মুখে হালকা দাড়ি রয়েছে ছবিতে দেখা যাচ্ছে। পরে সেই দাড়ি জোর করে কেটে ফেলা হয়। এই ঘটনা কয়েকদিন আগের তবে ভিডিয়ো ছড়ানোর পর নজরে আসে পুলিশের। স্থানীয় পুলিশ জানায় এই প্রহারের ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে জানানো হয় পুলিশি গ্রেফতার করেছে তিনজনকে। উল্লেখ্য, ইতিপূর্বে ট্রেন দুর্ঘটনার পর মুসলিম বিদ্বেষী সংবাদ প্রচার করেছিল সোশাল মিডিয়ায় এক শ্রেণির মানুষ। ওড়িশা পুলিশ মুসলিম বিদ্বেষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি।