২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাচ জিততে ভারতের দরকার ৯ উইকেট

পুবের কলম
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার
  • / 60

পুবের কলম ওয়েবডেস্ক:  জমে উঠছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। শেষ দিনে– সোমবার ম্যাচ জিততে হলে ভারতকে বিপক্ষের ৯টি উইকেট ফেলতে হবে। লড়াইয়ে অবশ্য নিউজিল্যান্ডও রয়েছে। শেষ দিনে ম্যাচ  জয়ের জন্য তাদের লক্ষ্য ২৮০ রান।

কানপুরে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৩৪ রান তুলে ইনিংসে সমাপ্তি ঘোষণা করে ভারত। জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ড এক উইকেটে ৪ রান করেছে। ক্রিজে অপরাজিত রয়য়েছেন টম লাথাম (২) এবং উইলিয়াম (০)।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও নজর কাড়েন শ্রেয়স আইয়ার। তিনি আটটি চার ও একটি ছয়-এর সাহায্যে ৬৫ রান করেন। এদিন দুরন্ত ব্যটিং  করেন ঋদ্ধিমান সাহা। তিনি ৬১ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন  অক্ষর প্যাটেল (২৮ রান)। প্রসঙ্গত– ঘাড়ে টান লাগায় শনিবার মাঠ ছাড়তে বাধ্য হন ঋদ্ধিমান। তাঁর জায়গায় দলের কিপিংয়ের দায়িত্ব পালন করেন কে এস ভরত।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

এদিকে অভিষেক টেস্ট স্মরনীয় করে রালেন শ্রেয়স। প্রথম ইনিংসে শতরান করার পরে দ্বিতীয় ইনিংসে তিনি অর্ধশতরান এল তাঁর  ব্যাট থেকে। তিনি  হলেন ভারতের প্রথম তথা বিশ্বের দশম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে একটি ইনিংসে শতরান এবং একটি ইনিংসে অর্ধশতরান করলেন।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ম্যাচ জিততে ভারতের দরকার ৯ উইকেট

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  জমে উঠছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। শেষ দিনে– সোমবার ম্যাচ জিততে হলে ভারতকে বিপক্ষের ৯টি উইকেট ফেলতে হবে। লড়াইয়ে অবশ্য নিউজিল্যান্ডও রয়েছে। শেষ দিনে ম্যাচ  জয়ের জন্য তাদের লক্ষ্য ২৮০ রান।

কানপুরে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৩৪ রান তুলে ইনিংসে সমাপ্তি ঘোষণা করে ভারত। জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের শেষে নিউজিল্যান্ড এক উইকেটে ৪ রান করেছে। ক্রিজে অপরাজিত রয়য়েছেন টম লাথাম (২) এবং উইলিয়াম (০)।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও নজর কাড়েন শ্রেয়স আইয়ার। তিনি আটটি চার ও একটি ছয়-এর সাহায্যে ৬৫ রান করেন। এদিন দুরন্ত ব্যটিং  করেন ঋদ্ধিমান সাহা। তিনি ৬১ রানে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন  অক্ষর প্যাটেল (২৮ রান)। প্রসঙ্গত– ঘাড়ে টান লাগায় শনিবার মাঠ ছাড়তে বাধ্য হন ঋদ্ধিমান। তাঁর জায়গায় দলের কিপিংয়ের দায়িত্ব পালন করেন কে এস ভরত।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

এদিকে অভিষেক টেস্ট স্মরনীয় করে রালেন শ্রেয়স। প্রথম ইনিংসে শতরান করার পরে দ্বিতীয় ইনিংসে তিনি অর্ধশতরান এল তাঁর  ব্যাট থেকে। তিনি  হলেন ভারতের প্রথম তথা বিশ্বের দশম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে একটি ইনিংসে শতরান এবং একটি ইনিংসে অর্ধশতরান করলেন।

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট