০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করল ইরান

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি পরমাণু শক্তি সংস্থার মহাসচিব গ্রোসিকে পরামর্শ দিচ্ছি। কামালবান্দি আরও বলেন, ‘যদি আইএইএ-র দৃষ্টিতে কোনও কারিগরি সমস্যা থাকে তাহলে সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা আইএইএ-র মহাপরিচালকের কাজ নয়।’ গত ১২ জুন সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে গ্রোসি ইরানকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রাইসি সরকারের। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু সংস্থায় চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তেহরান বলছে, আইএইএ-র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর ইরান পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করল ইরান

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ-র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করল ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি পরমাণু শক্তি সংস্থার মহাসচিব গ্রোসিকে পরামর্শ দিচ্ছি। কামালবান্দি আরও বলেন, ‘যদি আইএইএ-র দৃষ্টিতে কোনও কারিগরি সমস্যা থাকে তাহলে সুনির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু এ ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা আইএইএ-র মহাপরিচালকের কাজ নয়।’ গত ১২ জুন সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে গ্রোসি ইরানকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ রাইসি সরকারের। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু সংস্থায় চার পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তেহরান বলছে, আইএইএ-র পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর ইরান পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে।