দূষণের বিষবাষ্পে দিল্লি, রাজধানীতে স্কুল বন্ধ রাখার নির্দেশ কেজরিসরকারের

- আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ দিল্লিতে স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করল কেজরিওয়াল সরকার। আপাতত সাতদিন স্কুল বন্ধ থাকবে। সরকারি কর্মীরা বাড়িতে বসেই কাজ করবেন। শনিবার বায়ু দুষণ সংকট নিয়ে একটি বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকের পরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, স্কুল বন্ধ থাকাকালে সোমবার থেকে অনলাইনে ক্লাস চলবে। সেই সঙ্গে রাজধানীর ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।
তবে কেজরিওয়াল জানিয়েছেন আমরা এখনই লকডাউনের পথে হাঁটছি না। সুপ্রিম কোর্টের পরামর্শ মতোই আপাতত দিল্লির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালতের পরামর্শ মেনে সোমবার থেকে একসপ্তাহ বন্ধ থাকবে স্কুল। সরকারি অফিসগুলিতে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে বেসরকারি অফিসগুলিকে ওয়ার্ক ফর্ম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তোপের মুখে পড়ে কেজরিসরকার। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, এই ভাবে দূষণ চলতে থাকতে আমরা বাঁচব কিভাবে? বলুন আমাদের কি পরিকল্পনা আছে? তাহলে কি এবার দু’দিনের লকডাউনের ঘোষণা করতে হবে। এরপরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার।