০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ছাড়তে হবে না সব পাকিস্তানিদের,  উদার পদক্ষেপ কেন্দ্রের

ইমামা খাতুন
  • আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 33

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিভিন্ন কাজে ভারতে আসা পাকিস্তানিদের এখনই দেশ ছাড়তে হবে না । এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনর্নবীকরণ করারও সুযোগ দেওয়া হবে পাক নাগরিকদের। উপযুক্ত নথিপত্র থাকলে একেবারে নতুন করে লং টার্ম ভিসার আবেদন করার পথও খোলা থাকছে তাঁদের জন্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্য আদেশ সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে। সেগুলি হল:

১)  যেসব পাকিস্তানি নাগরিক ভারতে এসেছেন এবং বর্তমানে LTV (long term visa) -তে এখানে বসবাস করছেন, তাদের দেশ ত্যাগ করার প্রয়োজন নেই।

২)  LTV তে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্য আরও বলা হয়েছে, যদি তাদের LTV এর মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তারা সেটা পুনর্নবীকরণ করতে পারবেন তারা।  তারা যোধপুর শহরের FRRO-তে গিয়ে এটি করতে পারেন। অর্থাৎ যোধপুর (শহর) এর বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে গিয়ে পুনর্নবীকরণ-এর কাজ করতে পারবেন ।

৩) যেসব পাকিস্তানি নাগরিক এলটিভির জন্য আবেদন করেছেন এবং যাদের মামলা বিচারাধীন, তাদের বহিষ্কার করা হচ্ছে না।

৪) যেসব পাকিস্তানি নাগরিক LTV আবেদনের জন্য যোগ্য এবং এখনও পর্যন্ত আবেদন জমা দেননি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব বৈধ নথিপত্র সহ আবেদন জমা দিতে হবে এবং যোধপুর সিটির FRRO-তে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৫) যেসব পাকিস্তানি নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা এখনও কোথাও নিজেদের নিবন্ধন করেননি, তাদেরও তাদের নথিপত্র তাদের এলাকার এফআরও-তে জমা দিতে হবে যাতে রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়া যায়।

যোধপুর সিটির FRRO, পাকিস্তানি নাগরিকদের নিবন্ধন এবং LTV আবেদন গ্রহণের জন্য একটি বিশেষ প্রচারণা শুরু করেছে যাতে এই ধরনের সমস্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায় এবং তাদের ত্রাণ প্রদান করা যায়।

গত তিন দিনে, ৩৬২ জন পাকিস্তানি নাগরিকের LTV আবেদন গ্রহণ এবং নিবন্ধিত করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় সব পাকিস্তানিদের জরুরি ভিত্তিতে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে  কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক। যাঁদের কেউ সদ্য বিয়ে করে এদেশে এসেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। স্বল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে হচ্ছে তাঁদের।  চোখের জলে মোদি সরকারের কাছে সেই সব মানুষের আর্জি, ‘যারা অপরাধ করল সেই জঙ্গিদের শাস্তি দিন, আমাদের নয়।’ আমরা নিরপরাধ। আমাদের এহেন শাস্তি দেবেন না। পাকিস্তান থেকে আসা এমন অনেকে আছে যারা মেডিক্যাল ভিসাতে এদেশে আছেন। যাদের রোগীরা জীবন মৃত্যু নিয়ে লড়াই করছেন।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত ছাড়তে হবে না সব পাকিস্তানিদের,  উদার পদক্ষেপ কেন্দ্রের

আপডেট : ১ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিভিন্ন কাজে ভারতে আসা পাকিস্তানিদের এখনই দেশ ছাড়তে হবে না । এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনর্নবীকরণ করারও সুযোগ দেওয়া হবে পাক নাগরিকদের। উপযুক্ত নথিপত্র থাকলে একেবারে নতুন করে লং টার্ম ভিসার আবেদন করার পথও খোলা থাকছে তাঁদের জন্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্য আদেশ সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে। সেগুলি হল:

১)  যেসব পাকিস্তানি নাগরিক ভারতে এসেছেন এবং বর্তমানে LTV (long term visa) -তে এখানে বসবাস করছেন, তাদের দেশ ত্যাগ করার প্রয়োজন নেই।

২)  LTV তে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্য আরও বলা হয়েছে, যদি তাদের LTV এর মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে তারা সেটা পুনর্নবীকরণ করতে পারবেন তারা।  তারা যোধপুর শহরের FRRO-তে গিয়ে এটি করতে পারেন। অর্থাৎ যোধপুর (শহর) এর বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিসে গিয়ে পুনর্নবীকরণ-এর কাজ করতে পারবেন ।

৩) যেসব পাকিস্তানি নাগরিক এলটিভির জন্য আবেদন করেছেন এবং যাদের মামলা বিচারাধীন, তাদের বহিষ্কার করা হচ্ছে না।

৪) যেসব পাকিস্তানি নাগরিক LTV আবেদনের জন্য যোগ্য এবং এখনও পর্যন্ত আবেদন জমা দেননি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব বৈধ নথিপত্র সহ আবেদন জমা দিতে হবে এবং যোধপুর সিটির FRRO-তে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৫) যেসব পাকিস্তানি নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা এখনও কোথাও নিজেদের নিবন্ধন করেননি, তাদেরও তাদের নথিপত্র তাদের এলাকার এফআরও-তে জমা দিতে হবে যাতে রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়া যায়।

যোধপুর সিটির FRRO, পাকিস্তানি নাগরিকদের নিবন্ধন এবং LTV আবেদন গ্রহণের জন্য একটি বিশেষ প্রচারণা শুরু করেছে যাতে এই ধরনের সমস্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায় এবং তাদের ত্রাণ প্রদান করা যায়।

গত তিন দিনে, ৩৬২ জন পাকিস্তানি নাগরিকের LTV আবেদন গ্রহণ এবং নিবন্ধিত করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় সব পাকিস্তানিদের জরুরি ভিত্তিতে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে  কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক। যাঁদের কেউ সদ্য বিয়ে করে এদেশে এসেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। স্বল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে হচ্ছে তাঁদের।  চোখের জলে মোদি সরকারের কাছে সেই সব মানুষের আর্জি, ‘যারা অপরাধ করল সেই জঙ্গিদের শাস্তি দিন, আমাদের নয়।’ আমরা নিরপরাধ। আমাদের এহেন শাস্তি দেবেন না। পাকিস্তান থেকে আসা এমন অনেকে আছে যারা মেডিক্যাল ভিসাতে এদেশে আছেন। যাদের রোগীরা জীবন মৃত্যু নিয়ে লড়াই করছেন।