স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা মমতার
- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 101
পুবের কলম ওয়েবডেস্ক : আজ ১৫ই আগস্ট। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবসের সকালে সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছাবার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের প্রণামও জানালেন। সকল দেশবাসীর উদ্দেশ্যে ওনার বার্তা, ‘দেশবাসীদের সম্মান রক্ষার্থে জারি থাকবে লড়াই’।
শুক্রবার সকালে এক্সহ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি লিখলেন, দেশের সম্মান রক্ষার জন্য যতটা লড়াই করার তা অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী আরও জানান, “আজকের এই দিনে আমি প্রণাম জানাই এই মাটিকে। যে মাটিতে জন্ম নিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, কানাইলাল দত্ত, বিপিনচন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বাঘা যতীনের মতো মহান সন্তানরা।
এই বাংলাই বিদেশি শক্তি ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল। লড়াই আমাদের রক্তে মিশে আছে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি”। তিনি আরও লেখেন, স্বাধীনতা সংগ্রামীরা যে সোনার দেশের স্বপ্ন দেখেছিলেন ও তাদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। আশাবাদী মুখ্যমন্ত্রী বলেন, “আমি নিশ্চিত যে এই লড়াইয়ে সমস্ত মানুষ আমাদের পাশে থাকবেন”।















































