০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের  

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 15

পুবের কলম,ওয়েবডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে বাদ-প্রতিবাদ। এবার নতুন সংসদ ভবন উদ্বোধন প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধি। রবিবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।

কং নেতার প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থাকতে কেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন? তাছাড়া নরেন্দ্র মোদি সরকার প্রধান, আইনসভার প্রধান নন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার পরেই জানানো হয়, ২৮ মে উদ্বোধন হবে।

উল্লেখ্য,আগামী ২৬শে মে মোদি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে। প্রাথমিক অনুমান ছিল নিজের সরকারের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ওই দিনই নতুন সংসদ  ভবনের উদ্বোধন করবেন মোদি। কিন্তু সকলকে চমকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সাভারকরের জন্মতিথিকে বেচেছেন প্রধানমন্ত্রী। ২৮ মে আসলে  হিন্দুত্ব আইকন  বীর সাভারকরের জন্মদিবস। যা প্রকাশ্যে আসতেই একপ্রস্ত  কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, কেন রাষ্ট্রপতি বা লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান সংসদ ভবনের উদ্বোধন করবেন না?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির, কেন্দ্রকে কটাক্ষ রাহুলের  

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, ততই যেন বাড়ছে বাদ-প্রতিবাদ। এবার নতুন সংসদ ভবন উদ্বোধন প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধি। রবিবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নন! নতুন সংসদ ভবন উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।

কং নেতার প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থাকতে কেন প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন? তাছাড়া নরেন্দ্র মোদি সরকার প্রধান, আইনসভার প্রধান নন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার পরেই জানানো হয়, ২৮ মে উদ্বোধন হবে।

উল্লেখ্য,আগামী ২৬শে মে মোদি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে। প্রাথমিক অনুমান ছিল নিজের সরকারের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে ওই দিনই নতুন সংসদ  ভবনের উদ্বোধন করবেন মোদি। কিন্তু সকলকে চমকে দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনের জন্য সাভারকরের জন্মতিথিকে বেচেছেন প্রধানমন্ত্রী। ২৮ মে আসলে  হিন্দুত্ব আইকন  বীর সাভারকরের জন্মদিবস। যা প্রকাশ্যে আসতেই একপ্রস্ত  কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, কেন রাষ্ট্রপতি বা লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান সংসদ ভবনের উদ্বোধন করবেন না?