০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 186

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান। কাশ্মীরে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর এবার পাকিস্তানও দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করার পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এদিকে ভারতীয় পুলিশ হামলার পেছনে সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে।  সন্দেহভাজন ওই তিন ব্যক্তিই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার

তবে পাকিস্তান ওই হামলায় তাদের ভূমিকা থাকার ভারতীয় দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র থাকার বিষয়টি বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান

বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। বিদেশ মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি

মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার (Pahalgam Terror Attack) পরের দিন, বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টেনেছে নয়াদিল্লি। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।  অটারী-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান। কাশ্মীরে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার পর এবার পাকিস্তানও দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান তাৎক্ষণিকভাবে ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করার পাশাপাশি প্রতিবেশী দেশের কিছু কূটনীতিককে বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এদিকে ভারতীয় পুলিশ হামলার পেছনে সন্দেহভাজন চারজনের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে।  সন্দেহভাজন ওই তিন ব্যক্তিই পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারতে বন্ধ করা হল PSL-এর সম্প্রচার

তবে পাকিস্তান ওই হামলায় তাদের ভূমিকা থাকার ভারতীয় দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক বিবৃতিতে পেহেলগাম হামলার সাথে পাকিস্তানের যোগসূত্র থাকার বিষয়টি বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এর কোনো বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

Pahalgam Terror Attack: ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান

বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য করা হবে। তবে যে পাক নাগরিকেরা মেডিক্যাল ভিসা নিয়ে এ দেশে চিকিৎসা করাতে এসেছেন, তাঁদের ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পরে ওই ভিসা বাতিল হয়ে যাবে। বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ভিসা বাতিল হওয়ার আগেই ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের। বিদেশ মন্ত্রক নির্দেশিকায় জানিয়েছে, যে ভারতীয় নাগরিকেরা এখন পাকিস্তানে রয়েছেন, তাঁদের অবিলম্বে দেশে ফিরতে হবে। এখন সে দেশে আর সফরও করা যাবে না।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি

মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার (Pahalgam Terror Attack) পরের দিন, বুধবারই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে রাশ টেনেছে নয়াদিল্লি। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।  অটারী-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে।