১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“জাতি হিসাবে গর্ববোধই অধিক মূল্যবান”, শহিদদের জানাজায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মন্তব্য

চামেলি দাস
  • আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
  • / 213

পুবের কলম ওয়েবডেস্ক:  ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দেশের গৌরব ও আত্মমর্যাদা নিয়ে একটি আবেগঘন মন্তব্য করেছেন। সোশাল মিডিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামির কফিনের পাশে দাঁড়ানো একটি ছবি শেয়ার করে লিখেছেন, “একটি জাতির গর্ব সবকিছুর চেয়ে মূল্যবান।”

২৮ জুন তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা থেকে শোক জানানো হয় সাম্প্রতিক ইসরাইলি ও মার্কিন বিমান হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের প্রতি।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি, চরম উদ্বেগে আমেরিকা!

আরাগচি তাঁর পোস্টে আরও লেখেন, “আজ, ইরানি জনগণ দু’টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মধ্য দিয়ে নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করেছে। আজ তারা আগের চেয়ে আরও বেশি গর্বিত, আরও বেশি সম্মানিত এবং আরও বেশি দৃঢ়।”

আরও পড়ুন: গাজায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, আহত বহু: বাড়ছে মানবিক বিপর্যয়

বিশ্লেষকদের মতে, আরাগচির এই বক্তব্য শুধু একজন বিদেশমন্ত্রীর শোকপ্রকাশ নয়—এটি একটি জাতির আত্মপরিচয়, প্রতিরোধ ও মর্যাদার প্রতীক। জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে তারা কখনওই আপস করবে না বার্তা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির।

আরও পড়ুন: পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই ইরানের: স্পষ্ট বার্তা আরাগচির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“জাতি হিসাবে গর্ববোধই অধিক মূল্যবান”, শহিদদের জানাজায় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির মন্তব্য

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দেশের গৌরব ও আত্মমর্যাদা নিয়ে একটি আবেগঘন মন্তব্য করেছেন। সোশাল মিডিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামির কফিনের পাশে দাঁড়ানো একটি ছবি শেয়ার করে লিখেছেন, “একটি জাতির গর্ব সবকিছুর চেয়ে মূল্যবান।”

২৮ জুন তেহরানে রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা থেকে শোক জানানো হয় সাম্প্রতিক ইসরাইলি ও মার্কিন বিমান হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিকদের প্রতি।

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি, চরম উদ্বেগে আমেরিকা!

আরাগচি তাঁর পোস্টে আরও লেখেন, “আজ, ইরানি জনগণ দু’টি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের মধ্য দিয়ে নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করেছে। আজ তারা আগের চেয়ে আরও বেশি গর্বিত, আরও বেশি সম্মানিত এবং আরও বেশি দৃঢ়।”

আরও পড়ুন: গাজায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫, আহত বহু: বাড়ছে মানবিক বিপর্যয়

বিশ্লেষকদের মতে, আরাগচির এই বক্তব্য শুধু একজন বিদেশমন্ত্রীর শোকপ্রকাশ নয়—এটি একটি জাতির আত্মপরিচয়, প্রতিরোধ ও মর্যাদার প্রতীক। জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে তারা কখনওই আপস করবে না বার্তা ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির।

আরও পড়ুন: পারমাণবিক ইস্যুতে আমেরিকার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই ইরানের: স্পষ্ট বার্তা আরাগচির