এসএসসি: তথ্য জানতে গুগলকে চিঠি সিবিআইয়ের

- আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার
- / 24
পুবের কলম প্রতিবেদক: স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের তথ্য জানতে এবার গুগলকে চিঠি দিল সিবিআই। গুগল-এর কাছে ফেক অথবা জাল ওয়েবসাইট সংক্রান্ত ডিটেলস তথ্য চাওয়া হয়েছে।
তদন্তকারী সূত্রে খবর, দুটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে। আইপি অ্যাড্রেস সহ যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার জন্য গুগলকে চিঠি সিবিআইয়ের। এই দুই ওয়েবসাইটে অযোগ্যদের থেকে টাকা নিয়ে তাদের নাম ওয়েবসাইটে দেখানো হত। কিন্তু পরে টাকা নেওয়ার পর সেই লিস্ট ডিলিট করত। ফলে নকল ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস তথ্য জানার জন্য সিবিআই গুগলকে প্রথমবার চিঠি দিয়েছে।
ওয়েবসাইটে অযোগ্যদের টাকার বিনিময়ে পাশ করার রেজাল্ট দেখানো হত। তাই এবার সেই জাল ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় সিবিআই। এতে আরও নতুন তথ্য উঠে আসবে বলে মনে করছে সিবিআই।