মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
- / 17
পুবের কলম, নয়াদিল্লি: অপারেশন সিঁদুর এর পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদাবাদকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন তিনি জামিনে মুক্ত। তবে তদন্ত চালিয়ে যেতে বলেছিল আদালত। বুধবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ হরিয়ানা পুলিশকে বলল, মাত্র দুটি পোস্ট, তা নিয়ে তদন্তে এত দেরি কেন? মনে হচ্ছে, তদন্তকারীদের একটি ডিকশনারি দরকার। বিচারপতিরা ওই অধ্যাপকের মোবাইল এবং ল্যাপটপ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। তাছাড়া অধ্যাপক মাহমুদাবাদকেও যে পোস্ট নিয়ে মামলা হয়েছে সেই বিষয় বাদে অন্য যে কোনও বিষয়ে লেখালেখি করারও অনুমতি দেওয়া হয়েছে। হরিয়ানা পুলিশ বলেছিল, তদন্তের স্বার্থে ওই অধ্যাপকের সঙ্গে কথা বলা দরকার। বিচারপতিরা বলেছেন, কোনও কথা বলার প্রয়োজন নেই। উনি কী লিখেছেন তা বোঝার চেষ্টা করুন। একটি ডিকশনারি কিনে নিন।