০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভবিষ্যত মেয়রের জল্পনা জিইয়ে রাখল তৃণমূল, জনগণের পছন্দের শীর্ষে ফিরহাদ হাকিম

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 4

পুবের কলম প্রতিবেদকঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেও মেয়র পদপ্রার্থী ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। এদিকে কলকাতার পুরভোটে মানুষ সবচেয়ে উদগ্রীব হয়ে থাকেন মেয়র পদপ্রার্থীকে হলেন তা জানার জন্য। কারণ তাঁর ওপরেই নির্ভর করছে কলকাতার উন্নয়নের ভবিষ্যৎ। এ ক্ষেত্রে জনগণের পছন্দের তালিকায় রয়েছেন সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তবে দলের তরফ থেকে নাম ঘোষণা না করায় প্রশ্ন উঠছেই তাহলে কি মেয়র পদপ্রার্থী নিয়ে এখনও কিছু ভেবে উঠতে পারেনি দল। নাকি দলের তরফ থেকে এই বার্তা দেওয়া হল যে নির্দিষ্ট কোনও মুখকে সামনে রেখে এগোতে চাইছে না তৃণমূল।

সূত্রের খবর– কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নামই প্রাথমিক ভাবে স্থির হয়ে আছে। করোনা থেকে আমফান– এরপর ইয়াস প্রতিটি আপৎকালীন পরিস্থিতি তিনি যেভাবে দক্ষ হাতে সামাল দিয়েছেন তা প্রশংসনীয়। তাঁর আমলেই শুরু হয় টক টু মেয়র। এই পরিষেবার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গিয়েছেন তিনি– এই জনসংযোগই মেয়রের হওয়ার প্রথম শর্ত।

অন্যদিকে– তিনিই প্রথম মেয়র যাঁর বিরুদ্ধে কোনও রকম তছরুপির অভিযোগ নেই।

যদিও এ প্রসঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য– ‘দল যে দায়িত্ব দেবে তাই নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি দলের অনুগত সৈনিক। নেত্রীই জীবনের আদর্শ।’  অন্যদিকে– মেয়র পদপ্রার্থী প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন– ফলপ্রকাশের পর জনপ্রতিনিধিরা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কে হবেন কলকাতার মেয়র। পর্যবেক্ষকদের মতে– সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি থেকেই কলকাতার পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সেই কারণে নির্দিষ্ট কোনও মুখকে সামনে রাখা হল না নির্বাচনের আগে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভবিষ্যত মেয়রের জল্পনা জিইয়ে রাখল তৃণমূল, জনগণের পছন্দের শীর্ষে ফিরহাদ হাকিম

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেও মেয়র পদপ্রার্থী ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। এদিকে কলকাতার পুরভোটে মানুষ সবচেয়ে উদগ্রীব হয়ে থাকেন মেয়র পদপ্রার্থীকে হলেন তা জানার জন্য। কারণ তাঁর ওপরেই নির্ভর করছে কলকাতার উন্নয়নের ভবিষ্যৎ। এ ক্ষেত্রে জনগণের পছন্দের তালিকায় রয়েছেন সদ্য প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তবে দলের তরফ থেকে নাম ঘোষণা না করায় প্রশ্ন উঠছেই তাহলে কি মেয়র পদপ্রার্থী নিয়ে এখনও কিছু ভেবে উঠতে পারেনি দল। নাকি দলের তরফ থেকে এই বার্তা দেওয়া হল যে নির্দিষ্ট কোনও মুখকে সামনে রেখে এগোতে চাইছে না তৃণমূল।

সূত্রের খবর– কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নামই প্রাথমিক ভাবে স্থির হয়ে আছে। করোনা থেকে আমফান– এরপর ইয়াস প্রতিটি আপৎকালীন পরিস্থিতি তিনি যেভাবে দক্ষ হাতে সামাল দিয়েছেন তা প্রশংসনীয়। তাঁর আমলেই শুরু হয় টক টু মেয়র। এই পরিষেবার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে গিয়েছেন তিনি– এই জনসংযোগই মেয়রের হওয়ার প্রথম শর্ত।

অন্যদিকে– তিনিই প্রথম মেয়র যাঁর বিরুদ্ধে কোনও রকম তছরুপির অভিযোগ নেই।

যদিও এ প্রসঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য– ‘দল যে দায়িত্ব দেবে তাই নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি দলের অনুগত সৈনিক। নেত্রীই জীবনের আদর্শ।’  অন্যদিকে– মেয়র পদপ্রার্থী প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন– ফলপ্রকাশের পর জনপ্রতিনিধিরা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন কে হবেন কলকাতার মেয়র। পর্যবেক্ষকদের মতে– সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি থেকেই কলকাতার পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সেই কারণে নির্দিষ্ট কোনও মুখকে সামনে রাখা হল না নির্বাচনের আগে।