২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মান্তরণের মামলায় আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 37

পুবের কলম, ওয়েবডেস্ক : জোর করে ধর্মান্তরণের মামলায় আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট। আলেম আবদুল ওয়াহাবের বিরুদ্ধে ৩৭টি হিন্দু পরিবার সহ ১০০ জন হিন্দুকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ ছিল। শীর্ষ আদালতের বিচারপতি এম শাহ ও সিটি রবিকুমারের বেঞ্চ আগাম জামিনের নির্দেশ দেয়।

২০২২ সালের ১৩ মার্চ আলেমের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাই কোর্ট।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় মামলাকারীর পক্ষে বর্ষীয়ান আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন দুষ্মন্ত দাভে ও সরকারি আইনজীবী হিসেবে ছিলেন কানু আগরওয়াল।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

আইনজীবী কানু আগরওয়াল আদালতে আবেদন জানিয়ে বলেন, তদন্ত চলাকালীন আলেম আবদুল ওয়াহাব কথা এড়িয়ে গেছেন। তাই তাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হোক। কিন্তু সরকারি আইনজীবীর এই যুক্তির বিরুদ্ধে সওয়াল করে আইনজীবী দাভে বলেন, আদালতকে প্ররোচিত করা হচ্ছে। মামলার গুরুত্ব অনুসারেই শুনানি হবে।
আইনজীবী দাভে জানান, গুজরাত আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলায় আলেমকে তদন্তকারি অফিসারদের সামনে হাজিরা দেওয়ার জন্য। আলেম আদালতের নির্দেশ মেনে ঠিক মতো হাজিরা দিয়েছেন। এর পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের বেঞ্চ মামলা পর্যবেক্ষণ করে আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিনের নির্দেশ দেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

প্রসঙ্গত, গুজরাত হাইকোর্ট ৩৭টি হিন্দু পরিবার এবং ১০০ জন হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে আলেম আবদুল ওয়াহাবের আগাম জামিন প্রত্যাখ্যান করে। আবেদনকারীর বিরুদ্ধে ধর্মের স্বাধীনতা আইনের ধারা ৪ এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩(বি)(১)(সি), ৫০৬(২) ধারার অধীনে অপরাধের জন্য মামলা করা হয়েছিল। মে মাসে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আবেদনকারীকে হেফাজতে নেওয়ার জন্য কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধর্মান্তরণের মামলায় আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : জোর করে ধর্মান্তরণের মামলায় আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিন দিল সুপ্রিম কোর্ট। আলেম আবদুল ওয়াহাবের বিরুদ্ধে ৩৭টি হিন্দু পরিবার সহ ১০০ জন হিন্দুকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ ছিল। শীর্ষ আদালতের বিচারপতি এম শাহ ও সিটি রবিকুমারের বেঞ্চ আগাম জামিনের নির্দেশ দেয়।

২০২২ সালের ১৩ মার্চ আলেমের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দেয় গুজরাত হাই কোর্ট।

আরও পড়ুন: মাহমুদাবাদ মামলা: তদন্তে দেরি নিয়ে সিটকে ভর্ৎসনায় করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টে শুনানি চলার সময় মামলাকারীর পক্ষে বর্ষীয়ান আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন দুষ্মন্ত দাভে ও সরকারি আইনজীবী হিসেবে ছিলেন কানু আগরওয়াল।

আরও পড়ুন: ‘উদয়পুর ফাইলস’ মামলা: কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় শীর্ষ আদালত

আইনজীবী কানু আগরওয়াল আদালতে আবেদন জানিয়ে বলেন, তদন্ত চলাকালীন আলেম আবদুল ওয়াহাব কথা এড়িয়ে গেছেন। তাই তাকে বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হোক। কিন্তু সরকারি আইনজীবীর এই যুক্তির বিরুদ্ধে সওয়াল করে আইনজীবী দাভে বলেন, আদালতকে প্ররোচিত করা হচ্ছে। মামলার গুরুত্ব অনুসারেই শুনানি হবে।
আইনজীবী দাভে জানান, গুজরাত আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলায় আলেমকে তদন্তকারি অফিসারদের সামনে হাজিরা দেওয়ার জন্য। আলেম আদালতের নির্দেশ মেনে ঠিক মতো হাজিরা দিয়েছেন। এর পরেই সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়ের বেঞ্চ মামলা পর্যবেক্ষণ করে আলেম আবদুল ওয়াহাবকে আগাম জামিনের নির্দেশ দেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

প্রসঙ্গত, গুজরাত হাইকোর্ট ৩৭টি হিন্দু পরিবার এবং ১০০ জন হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে আলেম আবদুল ওয়াহাবের আগাম জামিন প্রত্যাখ্যান করে। আবেদনকারীর বিরুদ্ধে ধর্মের স্বাধীনতা আইনের ধারা ৪ এবং ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩(বি)(১)(সি), ৫০৬(২) ধারার অধীনে অপরাধের জন্য মামলা করা হয়েছিল। মে মাসে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে আবেদনকারীকে হেফাজতে নেওয়ার জন্য কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।