পহেলগাঁও নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবি, মোদিকে চিঠি তৃণমূল সাংসদদের

- আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
- / 182
পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। লোকসভা ও রাজ্যসভার সব প্রতিনিধিরাই সেখানে হাজির ছিলেন। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়, কেন্দ্রের উপর চাপ বাড়াতে সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখা হবে। এরপরই তৈরি হয় চিঠির খসড়া। সাংসদরা তাতে সই করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠায়। এদিনের বৈঠকের গোটা বিষয়টি সাংবাদিকদের জানান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কী গোয়েন্দা ব্যর্থতা ছিল ? হামলাকারীরা এই মুহূর্তে কোথায় কী অবস্থায় রয়েছে? তাদের ধরতে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র? এসব প্রশ্নের জবাব চেয়েই সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছে বাংলার শাসকদল তৃণমূল। কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষরা জানান, “এই পরিস্থিতিতে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সবটা জানানো দরকার। তাই আলোচনা করে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।”
We welcome the Centre’s outreach in taking India’s stand against terrorism to the global stage. But the first duty of any government is to be accountable to its own people.
To that end, our Parliamentary Party convened at the Central Hall and has written to PM @narendramodi… pic.twitter.com/DzhsK3gSje
— All India Trinamool Congress (@AITCofficial) May 27, 2025