রাজ্যজুড়ে থাকা ২৪০০ ব্রিজের হাল-হকিকত কেমন, এক সপ্তাহের মধ্যে রির্পোট দেওয়ার নির্দেশ

- আপডেট : ৯ অগাস্ট ২০২২, মঙ্গলবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: এই মুহূর্তে রাজ্যজুড়ে পূর্ত দফতরের অধীনে ২৪০০ ব্রিজ রয়েছে। এই সমস্ত ব্রিজগুলির অবস্থা কি রকম, তা খতিয়ে দেখে আগামী সপ্তাহের মধ্যেই ইঞ্জিনিয়ারদের রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে নবান্ন। একাধিক প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বারবার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এবার শুধু একটু নির্দিষ্ট সার্কেলের নয়, রাজ্যজুড়ে প্রতিটি ব্রীজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পুজোর আগেই ব্রিজগুলি স্বাস্থ্য পরীক্ষা শেষ করে কোনও রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে, সেই রক্ষণাবেক্ষণ বা সংস্কার পর্যন্ত করে দেবে রাজ্য। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর বলেই নবান্ন সূত্রে খবর।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে বলেছেন, এবারের দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের একাধিক পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনে সংস্কারও দ্রুত করে ফেলবে পূর্ত দফতর। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কথা হয়েছে পূর্তমন্ত্রী পুলক রায় বলে জানা গেছে।
নবান্ন সূত্রে খবর, পূর্ত দফতরের অধীনে যে ব্রীজগুলো রয়েছে, এক-একটি ব্রীজের এক এক ধরনের নকশা ও গঠন। সেক্ষেত্রে ব্রিজগুলির সংস্কার করতে গেলেও তার জন্য নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন। যদিও এর আগেও একাধিকবার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কিন্তু তা জোন ধরে করা হয়েছে। এবার তাই রাজ্যজুড়ে প্রতিটি ব্রীজের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দ্রুত রিপোর্ট পেতে চায় পূর্ত দফতর।
পূর্তমন্ত্রী পুলক রায় এবার জেলায় জেলায় ব্রীজগুলি কি অবস্থা, তা সরজমিনে পরিদর্শন করতে পারেন। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও নিতে শুরু করেছে পূর্ত দফতর। প্রথম দফায় পশ্চিমাঞ্চলের যে ব্রিজগুলি রয়েছে, সেই ব্রীজগুলির রিপোর্ট নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে পূর্ত দফতরের উচ্চপর্যের আধিকারিকরা। ব্রিজগুলির সংস্কার সাধনের পাশাপাশি পূর্ত দফতরের অধীনে যে, সড়কগুলি রয়েছে, তার জন্য এবার বিশেষ পরিকল্পনা নিতে চলেছে পূর্ত দফতর।
বিশেষ করে দফতরের অধীনে গ্রামীণ রাস্তাগুলোতে সন্ধ্যেবেলায় যাতে দুর্ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে পূর্ত দফতর। প্রতিটি রাস্তায় ডিভাইডার তৈরি করে সেই ডিভাইডারগুলিকে যাতে চালকের নজরে আনা যায়, তার জন্য বিশেষ টেকনোলজি ব্যবহার করে বিশেষ পদক্ষেপ নিচ্ছে পূর্ত দফতর।