০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শীত কি এবার বিদায়ের পথে! ফের ঝঞ্ঝার পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্কঃ রোদ ঝলঝলে আকাশে, শীতের আমেজ মেখে সরস্বতী পুজো উপভোগ করল বঙ্গবাসী। কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে বঙ্গবাসীর নাভিশ্বাস উঠলেও, ভালোই শীত এবার ভালোই ব্যাটিং করছে। তবে শীত আর বঙ্গে কয়েকদিন থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে এই সুখ যে আর বেশিদিন স্থায়ী হবে না, সেই সম্পর্কে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ বৃহস্পতিবার থেকে বদলাতে শুরু করবে তাপমাত্রা। সেই সঙ্গে রয়েছে ঝঞ্ঝার আশঙ্কা। ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ নামবে। জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছিও হতে পারে। সেইসঙ্গে জারি রয়েছে কুয়াশার সতর্কতা।

আলিপুর দফতর সূত্রে খবর,  সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।

গত শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালের সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দেন, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। কাজেই সরস্বতীর পুজোর দিন আকাশ ছিল ঝলমলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীত কি এবার বিদায়ের পথে! ফের ঝঞ্ঝার পূর্বাভাস, বৃষ্টির আশঙ্কা

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ রোদ ঝলঝলে আকাশে, শীতের আমেজ মেখে সরস্বতী পুজো উপভোগ করল বঙ্গবাসী। কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে বঙ্গবাসীর নাভিশ্বাস উঠলেও, ভালোই শীত এবার ভালোই ব্যাটিং করছে। তবে শীত আর বঙ্গে কয়েকদিন থাকবে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। তবে এই সুখ যে আর বেশিদিন স্থায়ী হবে না, সেই সম্পর্কে আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ বৃহস্পতিবার থেকে বদলাতে শুরু করবে তাপমাত্রা। সেই সঙ্গে রয়েছে ঝঞ্ঝার আশঙ্কা। ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী আরও কয়েকদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রার পারদ নামবে। জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছিও হতে পারে। সেইসঙ্গে জারি রয়েছে কুয়াশার সতর্কতা।

আলিপুর দফতর সূত্রে খবর,  সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সোমবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে।

গত শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালের সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দেন, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। কাজেই সরস্বতীর পুজোর দিন আকাশ ছিল ঝলমলে।