১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার সন্ধ্যা থেকে ফের পাকিস্তানি ড্রোন হামলা, প্রত্যুত্তর ভারতের

আবুল খায়ের
  • আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
  • / 27

জম্মু বিমানবন্দরে সাইরেন, ব্ল্যাকআউট হরিয়ানাতেও

পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের উত্তেজনা সীমান্তে। প্রতিরক্ষা সূত্রে খবর, শুক্রবার রাত নামতেই জম্মু, সাম্বা এবং পাঠানকোট সেক্টরে পাকিস্তানি ড্রোন হামলা। হামলা প্রতিহত করছে ভারতীয় সেনা। জম্মু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। শহর জুড়ে বাজছে সাইরেন। পাঠানকোট বিমানঘাঁটিতেও আকাশপথে হামলার সাইরেন বাজছে। পুরো জম্মু ও পাঠানকোটে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। পুরো অন্ধকারে ডুবে গিয়েছে দুই জায়গাই। ব্ল্যাকআউট অমৃতসরেও। ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তবর্তী একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

একাধিক বিস্ফোরণের শব্দ জম্মুজুড়ে। বারামুলাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। এদিকে পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে শুক্রবার বিকালেই সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রক। সেখানে বিদেশ সচিব বিক্রম মিসরি অভিযোগ করেন, বেছে ধর্মীয়স্থানগুলিতে আঘাত করে উসকানি দিচ্ছে পাকিস্তান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।

মিসরি বলেন,“ইচ্ছাকৃতভাবে পাকিস্তান ধর্মীয়স্থানগুলিতে আঘাত করছে। দায়স্বীকার করার পরিবর্তে উলটে ভারতের দিকে আঙুল তুলছে। পাকিস্তান বলছে, ভারত নাকি অমৃতসর-সহ দেশের একাধিক শহরগুলিতে আঘাত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার সন্ধ্যা থেকে ফের পাকিস্তানি ড্রোন হামলা, প্রত্যুত্তর ভারতের

আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার

জম্মু বিমানবন্দরে সাইরেন, ব্ল্যাকআউট হরিয়ানাতেও

পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের উত্তেজনা সীমান্তে। প্রতিরক্ষা সূত্রে খবর, শুক্রবার রাত নামতেই জম্মু, সাম্বা এবং পাঠানকোট সেক্টরে পাকিস্তানি ড্রোন হামলা। হামলা প্রতিহত করছে ভারতীয় সেনা। জম্মু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। শহর জুড়ে বাজছে সাইরেন। পাঠানকোট বিমানঘাঁটিতেও আকাশপথে হামলার সাইরেন বাজছে। পুরো জম্মু ও পাঠানকোটে ব্ল্যাকআউট জারি করা হয়েছে। পুরো অন্ধকারে ডুবে গিয়েছে দুই জায়গাই। ব্ল্যাকআউট অমৃতসরেও। ইতিমধ্যেই পাকিস্তানি ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সীমান্তবর্তী একাধিক রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

একাধিক বিস্ফোরণের শব্দ জম্মুজুড়ে। বারামুলাতেও ব্ল্যাকআউট করা হয়েছে। এদিকে পাঠানকোটেও ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। যুদ্ধের আবহে দিল্লিতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে শুক্রবার বিকালেই সাংবাদিক বৈঠক করে বিদেশমন্ত্রক। সেখানে বিদেশ সচিব বিক্রম মিসরি অভিযোগ করেন, বেছে ধর্মীয়স্থানগুলিতে আঘাত করে উসকানি দিচ্ছে পাকিস্তান। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।

মিসরি বলেন,“ইচ্ছাকৃতভাবে পাকিস্তান ধর্মীয়স্থানগুলিতে আঘাত করছে। দায়স্বীকার করার পরিবর্তে উলটে ভারতের দিকে আঙুল তুলছে। পাকিস্তান বলছে, ভারত নাকি অমৃতসর-সহ দেশের একাধিক শহরগুলিতে আঘাত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।”