০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত অনুব্রতর দেহরক্ষীর কন্যা সহ দুজন, চাঞ্চল্য ইলামবাজারে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 10

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইলামবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি। একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। মৃত্যু হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কন্যা–সহ দু’‌জনের। গাড়িচালকের অবস্থাও আশঙ্কাজনক। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।

জানা যাচ্ছে সকলে গিয়েছিলেন ঈদের কেনাকাটা । মঙ্গলবার বেশি রাতের দিকে দুটি গাড়িতে সপরিবারে অনুব্রতর দেহরক্ষী সাইগেল হোসেন বোলপুরের দিকে ফিরছিলেন।

।ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে দুর্ঘটনা ঘটে। একটি গাড়িতে ছিলেন সাইগলের তিন বছরের মেয়ে এবং বন্ধু মাধব দাস। আর একটি গাড়িতে ছিলেন সাইগল, তাঁর বড় মেয়ে এবং স্ত্রী।

ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সাইগলদের একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইগলের তিন বছরের শিশু কন্যা এবং বন্ধু মাধব দাসের। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় আছে উত্তেজনা।

 

 

 

 

 

 

 

_

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত অনুব্রতর দেহরক্ষীর কন্যা সহ দুজন, চাঞ্চল্য ইলামবাজারে

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইলামবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষীর গাড়ি। একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। মৃত্যু হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কন্যা–সহ দু’‌জনের। গাড়িচালকের অবস্থাও আশঙ্কাজনক। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।

জানা যাচ্ছে সকলে গিয়েছিলেন ঈদের কেনাকাটা । মঙ্গলবার বেশি রাতের দিকে দুটি গাড়িতে সপরিবারে অনুব্রতর দেহরক্ষী সাইগেল হোসেন বোলপুরের দিকে ফিরছিলেন।

।ইলামবাজারের চৌপাহাড়ি মোড়ে দুর্ঘটনা ঘটে। একটি গাড়িতে ছিলেন সাইগলের তিন বছরের মেয়ে এবং বন্ধু মাধব দাস। আর একটি গাড়িতে ছিলেন সাইগল, তাঁর বড় মেয়ে এবং স্ত্রী।

ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সাইগলদের একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইগলের তিন বছরের শিশু কন্যা এবং বন্ধু মাধব দাসের। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় আছে উত্তেজনা।

 

 

 

 

 

 

 

_