০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হাতছাড়া নয়, বিশ্বকাপ নিয়েই ঘুম মেসির

ইমামা খাতুন
  • আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 22

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে রবিবার স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা মেসি, ১৬ বছর অপেক্ষা করার পরে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। কাতারে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ অমিমাংসিত থাকার পরে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোলের পাশাপাশি টাইব্রেকারেও গোল করেন মেসি। ইতিমধ্যেই কেরিয়ারে সব কিছুই জিতেছেন লিও মেসি। বাকি থাকা বিশ্বকাপটাও জিতে একটা বৃত্ত সম্পন করেন এই কিংবদন্তি।

 

এখন আর সেই বিশ্বকাপকে হাতছাড়া করতে চাইছেন না মেসি। ট্রফি সঙ্গে নিয়েহ ঘুমোচ্ছেন তিনি। মঙ্গলবার ভারতে যখন বিকেল সাড়ে চারটে তখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি পোস্ট করে মেসি লিখেছেন, ‘সুপ্রভাত’। সঙ্গে দিয়েছেন তিনটি ছবি। একটিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপ জড়িয়ে ঘুমোচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে ঘুম থেকে উঠে হাসছেন। পাশে বিশ্বকাপ। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপকে ধরে রেখে কিছু একটা খচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

বিশ্বকাপে জয়ের পরে মাঠে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস করার সময় নিজের স্ত্রী ও ছেলেদের ডেকে নেন মেসি। তাঁদের সঙ্গে সেখানে আসেন মেসির মা-ও। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ছবি দেওয়ার পাশাপাশি মেসি লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য কত অপেক্ষা করেছি। এটা পাওয়ার পরে বিশ্বাসই হচ্ছে না যে, এটা পেয়েছি। পরিবারকে এবং তাদের ধন্যবাদ, যারা বিশ্বাস করেছিল যে আমি পারব, আমরা পারব। সেই সঙ্গে প্রমাণ হয়ে গেল, আর্জেন্টিনার পুরো দল এক হয়ে যদি কিছু চায়, সেটা পাওয়া সম্ভব।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাতছাড়া নয়, বিশ্বকাপ নিয়েই ঘুম মেসির

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ অবশেষে রবিবার স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা মেসি, ১৬ বছর অপেক্ষা করার পরে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। কাতারে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ অমিমাংসিত থাকার পরে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোলের পাশাপাশি টাইব্রেকারেও গোল করেন মেসি। ইতিমধ্যেই কেরিয়ারে সব কিছুই জিতেছেন লিও মেসি। বাকি থাকা বিশ্বকাপটাও জিতে একটা বৃত্ত সম্পন করেন এই কিংবদন্তি।

 

এখন আর সেই বিশ্বকাপকে হাতছাড়া করতে চাইছেন না মেসি। ট্রফি সঙ্গে নিয়েহ ঘুমোচ্ছেন তিনি। মঙ্গলবার ভারতে যখন বিকেল সাড়ে চারটে তখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি পোস্ট করে মেসি লিখেছেন, ‘সুপ্রভাত’। সঙ্গে দিয়েছেন তিনটি ছবি। একটিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপ জড়িয়ে ঘুমোচ্ছেন তিনি। অন্য একটি ছবিতে ঘুম থেকে উঠে হাসছেন। পাশে বিশ্বকাপ। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বকাপকে ধরে রেখে কিছু একটা খচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

বিশ্বকাপে জয়ের পরে মাঠে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস করার সময় নিজের স্ত্রী ও ছেলেদের ডেকে নেন মেসি। তাঁদের সঙ্গে সেখানে আসেন মেসির মা-ও। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের ছবি দেওয়ার পাশাপাশি মেসি লিখেছেন, ‘বিশ্বকাপের জন্য কত অপেক্ষা করেছি। এটা পাওয়ার পরে বিশ্বাসই হচ্ছে না যে, এটা পেয়েছি। পরিবারকে এবং তাদের ধন্যবাদ, যারা বিশ্বাস করেছিল যে আমি পারব, আমরা পারব। সেই সঙ্গে প্রমাণ হয়ে গেল, আর্জেন্টিনার পুরো দল এক হয়ে যদি কিছু চায়, সেটা পাওয়া সম্ভব।’