০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অভিষেকের মামলা ফেরত এলো বিচারপতি ঘোষের এজলাসে,  বহাল আইনি রক্ষাকবচ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার
  • / 2

ফাইল চিত্র

পারিজাত মোল্লা:  বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল মামলা। যা গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে ফেরত আসে এই মামলাটি।

যদিও এদিন সিঙ্গেল বেঞ্চে সময়ের অভাবে এই মামলার শুনানি হয়নি। যা আগামী সোমবার এই মামলাটি উঠবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে স্বতঃপ্রণোদিত ভাবে এদিন আদালতে জানিয়েছে ইডি। কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সময়ের অভাবে এদিন শুনানি হয়নি। সব পক্ষের সুবিধার কথা ভেবেই আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানির সময় ধার্য করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফে। কলকাতা হাইকোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছিল আগে। গত সোমবারই সেই মেয়াদ শেষ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ায় শুনানি পিছিয়ে যায়। গত মঙ্গলবার  ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই সেই মামলা ফেরান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আপাতত সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।

এদিন  অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানান।এর পরিপেক্ষিতে  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান,-‘ সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয়’। এরপরই ইডির আইনজীবী এমভি রাজু আদালতে আশ্বাস দেন, -‘আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না’।

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেককে। পরে ইডি তলব করলেও, হাজিরা এড়িয়ে যান তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের পরামর্শে  কলকাতা হাইকোর্টে মামলা ফেরত আসে ।   অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে বিচারপতি  তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

প্রসঙ্গত,  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি। তাদের দাবি -‘  নিয়োগ মামলার শুনানি এই বেঞ্চে হওয়ার কথা নয়’। এরপরই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর  ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার বিচার্য বেঞ্চ ঠিক হয়।তারপর পুনরায় এই মামলা ফেরত আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিষেকের মামলা ফেরত এলো বিচারপতি ঘোষের এজলাসে,  বহাল আইনি রক্ষাকবচ

আপডেট : ২৬ জুলাই ২০২৩, বুধবার

পারিজাত মোল্লা:  বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাখিল মামলা। যা গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে ফেরত আসে এই মামলাটি।

যদিও এদিন সিঙ্গেল বেঞ্চে সময়ের অভাবে এই মামলার শুনানি হয়নি। যা আগামী সোমবার এই মামলাটি উঠবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না বলে স্বতঃপ্রণোদিত ভাবে এদিন আদালতে জানিয়েছে ইডি। কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আর্জি জানিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সময়ের অভাবে এদিন শুনানি হয়নি। সব পক্ষের সুবিধার কথা ভেবেই আগামী সোমবার বিকেল সাড়ে ৪টেয় শুনানির সময় ধার্য করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফে। কলকাতা হাইকোর্টের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছিল আগে। গত সোমবারই সেই মেয়াদ শেষ হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা ছেড়ে দেওয়ায় শুনানি পিছিয়ে যায়। গত মঙ্গলবার  ফের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই সেই মামলা ফেরান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আপাতত সোমবারের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ।

এদিন  অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানান।এর পরিপেক্ষিতে  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান,-‘ সোমবারের আগে মামলার শুনানি সম্ভব নয়’। এরপরই ইডির আইনজীবী এমভি রাজু আদালতে আশ্বাস দেন, -‘আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না’।

নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেককে। পরে ইডি তলব করলেও, হাজিরা এড়িয়ে যান তিনি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের পরামর্শে  কলকাতা হাইকোর্টে মামলা ফেরত আসে ।   অভিষেকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে বিচারপতি  তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক।

প্রসঙ্গত,  বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি নিয়ে আপত্তি জানিয়েছিল ইডি। তাদের দাবি -‘  নিয়োগ মামলার শুনানি এই বেঞ্চে হওয়ার কথা নয়’। এরপরই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর  ঘোষ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলার বিচার্য বেঞ্চ ঠিক হয়।তারপর পুনরায় এই মামলা ফেরত আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে।

আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।