০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দর-হাওড়া ‘ননস্টপ’ বাস পরিষেবার সূচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

পুবের কলম প্রতিবেদকঃ খানিকটা দূরপাল্লা ট্রেনের আদলে এবার পরিষেবা মিলবে সরকারি বাসেও। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দুই জায়গা দমদম বিমানবন্দর ও হাওড়া ষ্টেশনের মধ্যে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাস পরিষেবা। যাত্রীবাহী ওই বাস দমদম থেকে ছেড়ে গেলে মাঝে আর কোথাও দাঁড়াচ্ছে না! পরিষেবার অন্যতম গুরুত্ব হল যে, এ প্রান্তে বাসে উঠলে একেবারে সোজা অপর প্রান্তে নামতে পারবেন যাত্রীরা। তবে পরিবহন কর্তারা বলছেন, খুব প্রয়োজন হলে কিংবা যাত্রীদের অনুরোধে ধর্মতলায় এল২০ বাস স্ট্যান্ডে মিনিট তিনিকের জন্য থামবে গন্তব্যগামী বাসটি।

মঙ্গলবার উত্তরবঙ্গের কর্মসূচিতে যোগ দিতে বিমানে উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দর টার্মিনালে ব্যাটারি চালিত নয়া ওই পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান ড. মোর্তজা হোসেন-সহ নিগমের অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের অধিকার কাড়তে চাইছে বিজেপি, তোপ দাগলেন ফিরদাহ হাকিম

এদিন শহরের নয়া বাস পরিষেবার উদ্বোধন শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তিরিশ বছর আগে গ্রান্ড হোটেলের সামনে থেকে বাস ছেড়ে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করত। দীর্ঘদিন পর সেই বাস পরিষেবা আবার ফিরে এল। বিমান যাত্রীরা যাতে বাস পরিষেবা সম্পর্কে জানতে পারেন সেজন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে ব্যবস্থা নিতে’।

আরও পড়ুন: দূষণ রোধে এবার শহরে ই-অটো – ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের

ডা. মোর্তজা হোসেনের বক্তব্য, নতুন ওই বাস চালু হওয়াতে বিমানবন্দর ও হাওড়া স্টেশনের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করা গেল। এই রুট জনপ্রিয় হলে আগামী দিনের বাসের সংখ্যা বাড়ানো হবে। নিগম সূত্রের খবর, বাসটি বিমানবন্দর থেকে কৈখালি, উল্টোডাঙা-কাঁকুড়গাছি,  গিরিশ পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা হয়ে হাওড়া স্টেশন যাবে। খুব ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মিলবে এই বাস পরিষেবা। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১০০ টাকা।

আরও পড়ুন: অবশেষে মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপেই উঠল পেট্রোল-ডিজেল ধর্মঘট

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমানবন্দর-হাওড়া ‘ননস্টপ’ বাস পরিষেবার সূচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ খানিকটা দূরপাল্লা ট্রেনের আদলে এবার পরিষেবা মিলবে সরকারি বাসেও। কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ দুই জায়গা দমদম বিমানবন্দর ও হাওড়া ষ্টেশনের মধ্যে চালু হল শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাস পরিষেবা। যাত্রীবাহী ওই বাস দমদম থেকে ছেড়ে গেলে মাঝে আর কোথাও দাঁড়াচ্ছে না! পরিষেবার অন্যতম গুরুত্ব হল যে, এ প্রান্তে বাসে উঠলে একেবারে সোজা অপর প্রান্তে নামতে পারবেন যাত্রীরা। তবে পরিবহন কর্তারা বলছেন, খুব প্রয়োজন হলে কিংবা যাত্রীদের অনুরোধে ধর্মতলায় এল২০ বাস স্ট্যান্ডে মিনিট তিনিকের জন্য থামবে গন্তব্যগামী বাসটি।

মঙ্গলবার উত্তরবঙ্গের কর্মসূচিতে যোগ দিতে বিমানে উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দর টার্মিনালে ব্যাটারি চালিত নয়া ওই পরিষেবার সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান ড. মোর্তজা হোসেন-সহ নিগমের অন্যান্য আধিকারিকরা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের অধিকার কাড়তে চাইছে বিজেপি, তোপ দাগলেন ফিরদাহ হাকিম

এদিন শহরের নয়া বাস পরিষেবার উদ্বোধন শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তিরিশ বছর আগে গ্রান্ড হোটেলের সামনে থেকে বাস ছেড়ে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করত। দীর্ঘদিন পর সেই বাস পরিষেবা আবার ফিরে এল। বিমান যাত্রীরা যাতে বাস পরিষেবা সম্পর্কে জানতে পারেন সেজন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে ব্যবস্থা নিতে’।

আরও পড়ুন: দূষণ রোধে এবার শহরে ই-অটো – ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের

ডা. মোর্তজা হোসেনের বক্তব্য, নতুন ওই বাস চালু হওয়াতে বিমানবন্দর ও হাওড়া স্টেশনের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করা গেল। এই রুট জনপ্রিয় হলে আগামী দিনের বাসের সংখ্যা বাড়ানো হবে। নিগম সূত্রের খবর, বাসটি বিমানবন্দর থেকে কৈখালি, উল্টোডাঙা-কাঁকুড়গাছি,  গিরিশ পার্ক, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ধর্মতলা হয়ে হাওড়া স্টেশন যাবে। খুব ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মিলবে এই বাস পরিষেবা। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১০০ টাকা।

আরও পড়ুন: অবশেষে মন্ত্রী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপেই উঠল পেট্রোল-ডিজেল ধর্মঘট