০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হল আলিমের ফলাফল, পাশের হার ৯২.১৭শতাংশ, প্রথম ইরফান হোসেন 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ মে ২০২৪, শুক্রবার
  • / 24

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হল আলিমের রেজাল্ট, মাদ্রাসা বোর্ড শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ফলাফল ঘোষণা করে। পাশের হার ৯২.১৭শতাংশ, গতবছর পাশের হার ৯০.৬৯ শতাংশ। এবছর পাশের হার বেড়েছে।  আলিমে ছেলেদের মধ্যে এবছর পরীক্ষা দিয়েছিল ৫৮৩১, মেয়েদের সংখ্যা ৫৪.৫৪।

আলিমে ১ থেকে ১০-এর তালিকায় রয়েছেন যারা-

প্রথম  ইরফান হোসেন, প্রাপ্ত নম্বর ৮৬০

দ্বিতীয় রায়হান পিয়াদা, প্রাপ্ত নম্বর ৮৪৩,

তৃতীয় হয়েছে ইমরান মণ্ডল, প্রাপ্ত নম্বর ৮৩৬,

চতুর্থ মুহাম্মদ আব্দুল হাই, প্রাপ্ত নম্বর ৮৩১,

পঞ্চম স্থানে রয়েছে শেহনাজ পরভীন, প্রাপ্ত নম্বর ৮২৮

ষষ্ঠস্থানে রয়েছে মেহেদি হাসান মোল্লা, প্রাপ্ত নম্বর ৮২৫,

সপ্তম স্থানাধিকারি মির্জা মুহাম্মদ আলাউদ্দিন, প্রাপ্ত নম্বর ৮২৩,

অষ্টম স্থান পেয়েছে সেখ সাহিম আলি, প্রাপ্ত নম্বর ৮২২,

নবম স্থানাধিকারি বখতিয়ার স্বরাজ, প্রাপ্ত নম্বর ৮১৮,

দশমস্থানাধিকারি মামুন আফরোজ, প্রাপ্ত নম্বর ৮১২

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশিত হল আলিমের ফলাফল, পাশের হার ৯২.১৭শতাংশ, প্রথম ইরফান হোসেন 

আপডেট : ৩ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশিত হল আলিমের রেজাল্ট, মাদ্রাসা বোর্ড শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ফলাফল ঘোষণা করে। পাশের হার ৯২.১৭শতাংশ, গতবছর পাশের হার ৯০.৬৯ শতাংশ। এবছর পাশের হার বেড়েছে।  আলিমে ছেলেদের মধ্যে এবছর পরীক্ষা দিয়েছিল ৫৮৩১, মেয়েদের সংখ্যা ৫৪.৫৪।

আলিমে ১ থেকে ১০-এর তালিকায় রয়েছেন যারা-

প্রথম  ইরফান হোসেন, প্রাপ্ত নম্বর ৮৬০

দ্বিতীয় রায়হান পিয়াদা, প্রাপ্ত নম্বর ৮৪৩,

তৃতীয় হয়েছে ইমরান মণ্ডল, প্রাপ্ত নম্বর ৮৩৬,

চতুর্থ মুহাম্মদ আব্দুল হাই, প্রাপ্ত নম্বর ৮৩১,

পঞ্চম স্থানে রয়েছে শেহনাজ পরভীন, প্রাপ্ত নম্বর ৮২৮

ষষ্ঠস্থানে রয়েছে মেহেদি হাসান মোল্লা, প্রাপ্ত নম্বর ৮২৫,

সপ্তম স্থানাধিকারি মির্জা মুহাম্মদ আলাউদ্দিন, প্রাপ্ত নম্বর ৮২৩,

অষ্টম স্থান পেয়েছে সেখ সাহিম আলি, প্রাপ্ত নম্বর ৮২২,

নবম স্থানাধিকারি বখতিয়ার স্বরাজ, প্রাপ্ত নম্বর ৮১৮,

দশমস্থানাধিকারি মামুন আফরোজ, প্রাপ্ত নম্বর ৮১২