০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার চিনা আকাশে আমেরিকার বেলুন!

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: গত এক বছরে ১০টিরও বেশি মার্কিন হাই-অ্যালটিটিউড বেলুন বিনা অনুমতিতে চিনের আকাশসীমায় উড়েছে বলে দাবি করল বেজিং। বিশ্বজুড়ে নজরদারি বেলুনগুলোর একটি বহর বেজিং পরিচালনা করছে বলে ওয়াশিংটনের অভিযোগের পরই চিন এই দাবি করল। এর আগে আমেরিকা গুলি করে চিনের একটি সন্দেহভাজন গুপ্তচর বেলুন ধ্বংস করে। সন্দেহভাজন চিনা গুপ্তচর বেলুনটি আলাস্কা থেকে দক্ষিণ ক্যারোলাইনা অতিক্রম করেছিল।

এ ঘটনার মধ্যদিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সোমবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন চিনের আকাশে মার্কিন বেলুনের বিষয়ে জানালেও বিশদ বিবরণ দেননি। এমনকি কিভাবে সেগুলো ধ্বংস করা হয়েছিল বা সেই বেলুনগুলি মার্কিন সেনার সঙ্গে সম্পর্কিত ছিল কিনা তাও জানানো হয়নি। ওয়াং বলেন, ‘মার্কিন বেলুনগুলো অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা সাধারণ ব্যাপার।’ তিনি বলেন, গত বছর থেকে, মার্কিন গোয়েন্দা বেলুনগুলো চিনা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ১০ বারের বেশি অবৈধভাবে চিনের আকাশসীমার ওপর দিয়ে উড়েছে।’

ওয়াং বলেন, আমেরিকার উচিত ‘প্রথমে নিজের কর্মকাণ্ডের বিচার করা এবং সংঘাত সৃষ্টি না করে মনোভাব পরিবর্তন করা।’ এর আগে চিন জানায়, আমেরিকার আকাশসীমায় যে বেলুনটি ধ্বংস করা হয়েছে সেটি আবহাওয়া গবেষণার জন্য তৈরি একটি মনুষ্যবিহীন বিমান ছিল। এই ঘটনায় আমেরিকার ওপর বেজায় চটেছে চিন। এদিকে, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বেজিং সফর বাতিল করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার চিনা আকাশে আমেরিকার বেলুন!

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: গত এক বছরে ১০টিরও বেশি মার্কিন হাই-অ্যালটিটিউড বেলুন বিনা অনুমতিতে চিনের আকাশসীমায় উড়েছে বলে দাবি করল বেজিং। বিশ্বজুড়ে নজরদারি বেলুনগুলোর একটি বহর বেজিং পরিচালনা করছে বলে ওয়াশিংটনের অভিযোগের পরই চিন এই দাবি করল। এর আগে আমেরিকা গুলি করে চিনের একটি সন্দেহভাজন গুপ্তচর বেলুন ধ্বংস করে। সন্দেহভাজন চিনা গুপ্তচর বেলুনটি আলাস্কা থেকে দক্ষিণ ক্যারোলাইনা অতিক্রম করেছিল।

এ ঘটনার মধ্যদিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সোমবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন চিনের আকাশে মার্কিন বেলুনের বিষয়ে জানালেও বিশদ বিবরণ দেননি। এমনকি কিভাবে সেগুলো ধ্বংস করা হয়েছিল বা সেই বেলুনগুলি মার্কিন সেনার সঙ্গে সম্পর্কিত ছিল কিনা তাও জানানো হয়নি। ওয়াং বলেন, ‘মার্কিন বেলুনগুলো অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা সাধারণ ব্যাপার।’ তিনি বলেন, গত বছর থেকে, মার্কিন গোয়েন্দা বেলুনগুলো চিনা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ১০ বারের বেশি অবৈধভাবে চিনের আকাশসীমার ওপর দিয়ে উড়েছে।’

ওয়াং বলেন, আমেরিকার উচিত ‘প্রথমে নিজের কর্মকাণ্ডের বিচার করা এবং সংঘাত সৃষ্টি না করে মনোভাব পরিবর্তন করা।’ এর আগে চিন জানায়, আমেরিকার আকাশসীমায় যে বেলুনটি ধ্বংস করা হয়েছে সেটি আবহাওয়া গবেষণার জন্য তৈরি একটি মনুষ্যবিহীন বিমান ছিল। এই ঘটনায় আমেরিকার ওপর বেজায় চটেছে চিন। এদিকে, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার বেজিং সফর বাতিল করেছেন।