০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দু অধিকারীকে ‘নারদ খোঁচা’, পুরভোটের আগে দল থেকে বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি

মাসুদ আলি
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 87

পুবের কলম ওয়েবডেস্ক : এ যে সেম সাইড গোল ! ফুটবলে কখনও কখনও ভুলবশত এটা হয়ে যায়। চাপে পরে যায় দল। এবার এমন আত্মগাহটি গোল হল বিজেপি দলেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি।

তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের অধীনে কাজ করতে আপত্তিও জানিয়েছিলেন। এবার সেই শৃঙ্খলাভঙ্গের দায়ে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করল দল। বুধবার বিকেলে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পুরভোটের আগে এই বহিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

সম্প্রতি পুরনির্বাচন উপলক্ষে হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য একটি কমিটি করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তৃণমূল থেকে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া রথীন চক্রবর্তীকে। এখানেই মনোমালিন্যের সূত্রপাত। সূত্রের খবর, মনোমালিন্য এমন জায়গায় চলে যায় শুভেন্দু অধিকারী বলেন, এই ঐক্য নিয়ে আপনারা হাওড়া জিতবেন!আমি তো আপনাদের এক নেতাকে জানি, যিনি তৃণমূলের অরুপ রায়ের সঙ্গে এক পাতে না খেয়ে ঘুমোতে যান না।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এর উত্তরে হাওড়া টাউন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘শুভেন্দু নিজে নারদার টাকা নিয়েছেন।আমরা যারা বিজেপির কার্যকর্তা তাদের কিন্তু দেখা যায়নি শুভেন্দুবাবু তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। আপনাকে নারদায় দেখা গিয়েছে টাকা হাতে নিতে। বিজেপির কোনও নেতাকে টাকা নিতে দেখা যায়নি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি কত বড় সৎ?’‌ উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দুবাবু হাওড়া সদরে বিজেপির হারের পিছনে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতা অরূপ রায়ের যোগসাজশের অভিযোগ তুলেছেন। সেই অভিযোগের কিছুক্ষণ পরই সুরজিৎকে বহিষ্কৃত করেছে বিজেপি।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

সুরজিৎ সাফ বলেন, ‘আমি বিজেপিতে থাকব কিন্তু যারা তৃণমূল ছেড়ে এসেছেন সকলে চলে গেছেন। শুভেন্দু অধিকারীও তৃণমূলে যাবেন। আমার কথা মিলিয়ে নেবেন। আগে প্রমান করুন, আপনি কতটা সৎ। বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি টিম তৈরি করেছেন, তৃণমূলের সেই বি টিমের জন্য হাওড়ায় দলের কোনো কর্মকর্তা কাজ করবেন না।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুভেন্দু অধিকারীকে ‘নারদ খোঁচা’, পুরভোটের আগে দল থেকে বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : এ যে সেম সাইড গোল ! ফুটবলে কখনও কখনও ভুলবশত এটা হয়ে যায়। চাপে পরে যায় দল। এবার এমন আত্মগাহটি গোল হল বিজেপি দলেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি।

তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের অধীনে কাজ করতে আপত্তিও জানিয়েছিলেন। এবার সেই শৃঙ্খলাভঙ্গের দায়ে হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহাকে বহিষ্কার করল দল। বুধবার বিকেলে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। পুরভোটের আগে এই বহিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

সম্প্রতি পুরনির্বাচন উপলক্ষে হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য একটি কমিটি করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান করা হয়েছিল তৃণমূল থেকে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়া রথীন চক্রবর্তীকে। এখানেই মনোমালিন্যের সূত্রপাত। সূত্রের খবর, মনোমালিন্য এমন জায়গায় চলে যায় শুভেন্দু অধিকারী বলেন, এই ঐক্য নিয়ে আপনারা হাওড়া জিতবেন!আমি তো আপনাদের এক নেতাকে জানি, যিনি তৃণমূলের অরুপ রায়ের সঙ্গে এক পাতে না খেয়ে ঘুমোতে যান না।

আরও পড়ুন: মোদির বিরুদ্ধে অপশব্দ ব্যবহারে বিতর্ক কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে

এর উত্তরে হাওড়া টাউন বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘শুভেন্দু নিজে নারদার টাকা নিয়েছেন।আমরা যারা বিজেপির কার্যকর্তা তাদের কিন্তু দেখা যায়নি শুভেন্দুবাবু তো ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। আপনাকে নারদায় দেখা গিয়েছে টাকা হাতে নিতে। বিজেপির কোনও নেতাকে টাকা নিতে দেখা যায়নি। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি কত বড় সৎ?’‌ উল্লেখ্য, সম্প্রতি শুভেন্দুবাবু হাওড়া সদরে বিজেপির হারের পিছনে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল নেতা অরূপ রায়ের যোগসাজশের অভিযোগ তুলেছেন। সেই অভিযোগের কিছুক্ষণ পরই সুরজিৎকে বহিষ্কৃত করেছে বিজেপি।

আরও পড়ুন: বাংলা ভাগের দাবিদারদের সঙ্গে শমীকের বৈঠক

সুরজিৎ সাফ বলেন, ‘আমি বিজেপিতে থাকব কিন্তু যারা তৃণমূল ছেড়ে এসেছেন সকলে চলে গেছেন। শুভেন্দু অধিকারীও তৃণমূলে যাবেন। আমার কথা মিলিয়ে নেবেন। আগে প্রমান করুন, আপনি কতটা সৎ। বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী তৃণমূলের যে বি টিম তৈরি করেছেন, তৃণমূলের সেই বি টিমের জন্য হাওড়ায় দলের কোনো কর্মকর্তা কাজ করবেন না।’