সুদান সংঘাতে নিহত বেড়ে ১০০
ইমামা খাতুন
- আপডেট :
১৭ এপ্রিল ২০২৩, সোমবার
- / 11
পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সঙ্গে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং চলমান এই সংঘাত সুদানজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেনাবাহিনী এবং রাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামে আধাসামরিক গোষ্ঠীর মধ্যে সহিংসতা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে।
সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৪১ জন অসামরিক নাগরিক। আহত আনুমানিক ১,১০০। যুদ্ধরত উভয় পক্ষই রাজধানী খার্তুমের প্রধান প্রধান স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর আগে রবিবার আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতে অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায় উভয় পক্ষ।
যদিও সেই যুদ্ধবিরতি কঠোরভাবে মানা হয়নি। সুদানি চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, খার্তুমের হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত নাজুক। সাঁজোয়া যান, ট্রাক-মাউন্ট করা মেশিনগান এবং যুদ্ধবিমান নিয়ে রাজধানী খার্তুম, সংলগ্ন শহর ওমদুরমান এবং সারা দেশের বেশিরভাগ স্থানে লড়াই চলছে। শুধু রাজধানীতেই সেনা ও আধা সেনার হাজার হাজার সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর, সেনাবাহিনী আরএসএফ ঘাঁটিগুলোতে বিমান হামলা চালাচ্ছে। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে সুদানে সেনা অভ্যুত্থান হয়। এরপর দেশটি অসামরিক শাসনে ফেরার উদ্যোগ নিয়েছে। এটা সামনে রেখেই দুই বাহিনী মূলত ক্ষমতা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে।