০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতায় ফের ডেঙ্গুতে মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 31

পুবের কলম প্রতিবেদক: শহরে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। পরিস্থিতি যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে তা বৃহস্পতিবার স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই অবস্থায় ডোর টু ডোর ক্যাম্পেনে জোর দিয়েছে কলকাতা পুরসভা। তবে তারপরেও এই মারণ ভাইরাসকে বাগে আনতে পারছে পুর প্রশাসন। বুধবার কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম সুব্রত সরকার। বছর ৬১ -র ওই প্রৌঢ় কলকাতার ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোনীতে নিউ গভর্নমেন্ট কলোনির বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।

এরপর রবিবার থেকে বুকে ব্যথা শুরু হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সোমবার ভর্তি হন শহরের একটি নামি বেসরকারি হাসপাতালে। ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় তাঁর প্লেটলেট ছিল ১ লাখ ২৫ হাজার। পরে সকালে তা ২৫ হাজারে নেমে আসে।

আরও পড়ুন: দমদমে ডেঙ্গুতে মৃত্যু এক ছাত্রীর

চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বুধবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই নিয়ে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

হাসপাতাল সূত্রে খবর, বাড়িতে থাকাকালীনই সুব্রত সরকারের একবার হার্ট অ্যাটাক হয়। ওই বেসরকারি হাসপাতালের থেকে প্রৌঢ়র ছেলেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর আরও একবার হার্ট অ্যাটাক এসেছিল তাঁর। এরপর মঙ্গলবার থেকে সুব্রতবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

চিকিৎসকরা পরিবারের লোককে বি পজিটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করার জন্য বলেছিলেন। স্থানীয় জনপ্রতিনিধির সাহায্যে সেই রক্তের ব্যবস্থা করেছিলেন সুব্রত বাবুর পরিবারের লোকেরা। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতায় ফের ডেঙ্গুতে মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক: শহরে ক্রমেই বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। পরিস্থিতি যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে তা বৃহস্পতিবার স্বীকার করে নিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই অবস্থায় ডোর টু ডোর ক্যাম্পেনে জোর দিয়েছে কলকাতা পুরসভা। তবে তারপরেও এই মারণ ভাইরাসকে বাগে আনতে পারছে পুর প্রশাসন। বুধবার কলকাতায় ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম সুব্রত সরকার। বছর ৬১ -র ওই প্রৌঢ় কলকাতার ১১৩ নম্বর ওয়ার্ডের বাঁশদ্রোনীতে নিউ গভর্নমেন্ট কলোনির বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন তিনি। পরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে।

এরপর রবিবার থেকে বুকে ব্যথা শুরু হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সোমবার ভর্তি হন শহরের একটি নামি বেসরকারি হাসপাতালে। ডেঙ্গু রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় তাঁর প্লেটলেট ছিল ১ লাখ ২৫ হাজার। পরে সকালে তা ২৫ হাজারে নেমে আসে।

আরও পড়ুন: দমদমে ডেঙ্গুতে মৃত্যু এক ছাত্রীর

চিকিৎসকদের হাজার চেষ্টার পরেও বুধবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির। এই নিয়ে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

হাসপাতাল সূত্রে খবর, বাড়িতে থাকাকালীনই সুব্রত সরকারের একবার হার্ট অ্যাটাক হয়। ওই বেসরকারি হাসপাতালের থেকে প্রৌঢ়র ছেলেকে জানানো হয়, হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর আরও একবার হার্ট অ্যাটাক এসেছিল তাঁর। এরপর মঙ্গলবার থেকে সুব্রতবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

চিকিৎসকরা পরিবারের লোককে বি পজিটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করার জন্য বলেছিলেন। স্থানীয় জনপ্রতিনিধির সাহায্যে সেই রক্তের ব্যবস্থা করেছিলেন সুব্রত বাবুর পরিবারের লোকেরা। কিন্তু তাঁকে শেষ পর্যন্ত আর বাঁচানো সম্ভব হয়নি।