খামেনিকে হত্যার ছক! সুযোগের অপেক্ষায় ছিল ইসরাইলি গুপ্তঘাতক দল — বিস্ফোরক দাবি ইসরাইলি মন্ত্রীর

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 151
ইরান-ইসরাইল সাম্প্রতিক ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের আবহে উঠে এল এক বিস্ফোরক অভিযোগ—ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সরাসরি স্বীকার করলেন, সুযোগ পেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করত ইসরাইল।
সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে কাটজ বলেন,“সুযোগ পেলে আমরা খামেনিকে হত্যা করতাম।”
এরপর আরও স্পষ্ট ভাষায় তিনি জানান, “আমাদের গোয়েন্দা ও সামরিক ইউনিট ব্যাপক অনুসন্ধান চালিয়েছিল। তবে অপারেশন চালানোর মতো নির্ভরযোগ্য কোনও সুযোগ পাওয়া যায়নি।”
এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। তারা এক বিবৃতিতে বলে, “যদিও আপাতত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, ইসরাইল এখনও খামেনির বিরুদ্ধে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে লিপ্ত। আমরা সজাগ আছি।”