০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাগ হোক কিন্তু মুর্শিদাবাদের নাম অপরিবর্তিত রেখে দাবি জেলার মানুষের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 18

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজকে আরও সহজ করার জন্য নতুন ৭ টি জেলার নাম ঘোষণা করেন।

কিন্তু মুর্শিদাবাদ নামের সঙ্গে রয়েছে জেলার মানুষের আবেগ। তা সেই নাম যেন অক্ষুন্ন থাকে। এমনটাই দাবি সেই জেলার আমজনতার।

মুর্শিদাবাদকে ভেঙ্গে যে নতুন দুটি জেলা তৈরি হচ্ছে জঙ্গিপুর জেলা এবং বহরমপুর জেলা তার নাম নিয়ে রয়েছে বিশেষ আপত্তি। একজন মুর্শিদাবাদবাসী হয়ে আমাদের পক্ষে জেলার নাম পরিবর্তন করে নতুন নাম মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব।
একদা বাংলা- বিহার -উড়িষ্যার রাজধানী ছিল আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ ।ভারত তথা গোটা বিশ্বের ইতিহাসে একটি উজ্জ্বল নাম হচ্ছে মুর্শিদাবাদ।

এই মুর্শিদাবাদের মাটি থেকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ শুরু করে। যে মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন স্কুল-কলেজে পড়ানো হয়। মুর্শিদাবাদ একটি আবেগ, একটি স্মৃতি একটি ইতিহাস,
একটা সভ্যতা। জেলা ভাগ হোক কোন সমস্যা নেই কিন্তু মুর্শিদাবাদ জেলার নাম অপরিবর্তিত রেখে জেলা ভাগ করতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে জেলার বাসিন্দাদের বিশেষ আবেদন যে নতুন জেলার নাম হিসাবে মুর্শিদাবাদ উত্তর ,মুর্শিদাবাদ দক্ষিণ কিংবা মুর্শিদাবাদ পূর্ব নাম রাখা হোক। মুর্শিদাবাদের নাম প্রত্যেকটি মানুষের রক্তে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। এই মুর্শিদাবাদের নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা অসম্ভব। দিনাজপুর কে যদি উত্তর-দক্ষিণ করা হয়, মেদিনীপুর পশ্চিম ও পূর্ব করা হয়, তাহলে মুর্শিদাবাদ কে কেন উত্তর-দক্ষিণ করা হবে না?

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাগ হোক কিন্তু মুর্শিদাবাদের নাম অপরিবর্তিত রেখে দাবি জেলার মানুষের

আপডেট : ২ অগাস্ট ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজকে আরও সহজ করার জন্য নতুন ৭ টি জেলার নাম ঘোষণা করেন।

কিন্তু মুর্শিদাবাদ নামের সঙ্গে রয়েছে জেলার মানুষের আবেগ। তা সেই নাম যেন অক্ষুন্ন থাকে। এমনটাই দাবি সেই জেলার আমজনতার।

মুর্শিদাবাদকে ভেঙ্গে যে নতুন দুটি জেলা তৈরি হচ্ছে জঙ্গিপুর জেলা এবং বহরমপুর জেলা তার নাম নিয়ে রয়েছে বিশেষ আপত্তি। একজন মুর্শিদাবাদবাসী হয়ে আমাদের পক্ষে জেলার নাম পরিবর্তন করে নতুন নাম মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব।
একদা বাংলা- বিহার -উড়িষ্যার রাজধানী ছিল আমাদের ঐতিহাসিক মুর্শিদাবাদ ।ভারত তথা গোটা বিশ্বের ইতিহাসে একটি উজ্জ্বল নাম হচ্ছে মুর্শিদাবাদ।

এই মুর্শিদাবাদের মাটি থেকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার যুদ্ধ শুরু করে। যে মুর্শিদাবাদের ইতিহাস গোটা ভারতবর্ষে তথা বিশ্বের বিভিন্ন স্কুল-কলেজে পড়ানো হয়। মুর্শিদাবাদ একটি আবেগ, একটি স্মৃতি একটি ইতিহাস,
একটা সভ্যতা। জেলা ভাগ হোক কোন সমস্যা নেই কিন্তু মুর্শিদাবাদ জেলার নাম অপরিবর্তিত রেখে জেলা ভাগ করতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে জেলার বাসিন্দাদের বিশেষ আবেদন যে নতুন জেলার নাম হিসাবে মুর্শিদাবাদ উত্তর ,মুর্শিদাবাদ দক্ষিণ কিংবা মুর্শিদাবাদ পূর্ব নাম রাখা হোক। মুর্শিদাবাদের নাম প্রত্যেকটি মানুষের রক্তে, প্রত্যেকটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। এই মুর্শিদাবাদের নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা অসম্ভব। দিনাজপুর কে যদি উত্তর-দক্ষিণ করা হয়, মেদিনীপুর পশ্চিম ও পূর্ব করা হয়, তাহলে মুর্শিদাবাদ কে কেন উত্তর-দক্ষিণ করা হবে না?