পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে বিয়ে করলেন মহুয়া মৈত্র
- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 142
পুবের কলম ওয়েবডেস্ক: সাতপাকে বাঁধা পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সূত্রের খবর, ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রর সঙ্গে জার্মানির বার্লিনে বিয়ে করেছেন মহুয়া মৈত্র।
জানা যাচ্ছে, পিনাকী মিশ্র পুরী থেকে ৪ বার জয়ী হয়ে সংসদ হয়েছেন। বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সকলে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ।
SHOCKING 😳
50 year old Mahua Moitra got married to a 65 year ex BJD MP Pinaki Misra secretly 🙂
Now the couple is enjoying vacation/honeymoon in Germany. pic.twitter.com/qHQy2DM5hG
— Sunanda Roy 👑 (@SaffronSunanda) June 5, 2025




























