০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধ পূর্ণিমায় নেপালের লুম্বিনীতে প্রধানমন্ত্রী, শের বাহাদুর দেউবাকে সঙ্গে নিয়ে মায়াদেবীর মন্দিরে পুজো দিলেন মোদি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ মে ২০২২, সোমবার
  • / 109

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার আমন্ত্রণেই নেপালের লুম্বিনীতে প্রধানমন্ত্রী। এদিন মায়াদেবীর পুজো দেন মোদি। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সঙ্গে ঘুরে দেখলেন বুদ্ধদেবের জন্মস্থান।

মায়াদেবী মন্দিরে দর্শন করার মোদি ট্যুইট করে লেখেন, ‘আমি বুদ্ধ জয়ন্তীর শুভ উপলক্ষ্যে মায়াদেবী মন্দিরে প্রার্থনা করার জন্য উন্মুখ। ভগবান বুদ্ধের জন্মের পবিত্র স্থানে শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ ভারতীয়দের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি সম্মানিত’।

আরও পড়ুন: ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

এই সফর উপলক্ষে প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক সুসংসহত করার উদ্দেশ্য তাঁর। এদিন নেপাল পৌঁছে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে লেখেন, ‘নেপালে অবতরণ করেছি। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন উপলক্ষে নেপালের মানুষের মধ্যে থাকতে পেরে খুশি। লুম্বিনীতে অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ এদিন  লুম্বিনী পৌঁছলে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান শের বাহাদুর দেউবা।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

নেপালের লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ। সেই প্রসিদ্ধ নগরীতেই আজ প্রধানমন্ত্রী মোদি। রয়েছে একাধিক কর্মসূচী।

আরও পড়ুন: তামিলদের টার্গেট প্রধানমন্ত্রীর, তীব্র নিন্দা স্ট্যালিনের

সফরকালে একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার জন্য আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। আলোচনার মধ্যে জলবিদ্যুৎ, উন্নয়ন এবং সংযোগের বিষয়টি থাকবে।

নেপালের বিদেশ মন্ত্রকের এক বিবৃতি অনুসারে ‘বৈঠকে তাঁরা নেপাল-ভারত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য সম্প্রতি দিল্লি সফরে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা। সেই সফরেও দুই রাষ্ট্রনেতার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।  রবিবার নিজের বিবৃতিত প্রধানমন্ত্রী মোদী দেউবার দিল্লি সফরের উল্লেখ করে বলেন, ‘সেই বৈঠকের আলোচনা নেপাল সফরে এগিয়ে নিয়ে যাব।’

এই নিয়ে পঞ্চমবার নেপাল সফরে নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে নেপাল সফরে আসেন তিনি। তবে ২০১৯ সালে পুনঃনির্বাচনের পর এটি হবে মোদির প্রথম নেপাল সফর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুদ্ধ পূর্ণিমায় নেপালের লুম্বিনীতে প্রধানমন্ত্রী, শের বাহাদুর দেউবাকে সঙ্গে নিয়ে মায়াদেবীর মন্দিরে পুজো দিলেন মোদি

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ বুদ্ধ পূর্ণিমায় নেপাল সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার আমন্ত্রণেই নেপালের লুম্বিনীতে প্রধানমন্ত্রী। এদিন মায়াদেবীর পুজো দেন মোদি। প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সঙ্গে ঘুরে দেখলেন বুদ্ধদেবের জন্মস্থান।

মায়াদেবী মন্দিরে দর্শন করার মোদি ট্যুইট করে লেখেন, ‘আমি বুদ্ধ জয়ন্তীর শুভ উপলক্ষ্যে মায়াদেবী মন্দিরে প্রার্থনা করার জন্য উন্মুখ। ভগবান বুদ্ধের জন্মের পবিত্র স্থানে শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ ভারতীয়দের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি সম্মানিত’।

আরও পড়ুন: ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

এই সফর উপলক্ষে প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক সুসংসহত করার উদ্দেশ্য তাঁর। এদিন নেপাল পৌঁছে প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করে লেখেন, ‘নেপালে অবতরণ করেছি। বুদ্ধ পূর্ণিমার বিশেষ দিন উপলক্ষে নেপালের মানুষের মধ্যে থাকতে পেরে খুশি। লুম্বিনীতে অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।’ এদিন  লুম্বিনী পৌঁছলে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান শের বাহাদুর দেউবা।

আরও পড়ুন: অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’, ‘বিশ্ব হয়ে উঠল রামময়’ মন্তব্য প্রধানমন্ত্রীর

নেপালের লুম্বিনী গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ। সেই প্রসিদ্ধ নগরীতেই আজ প্রধানমন্ত্রী মোদি। রয়েছে একাধিক কর্মসূচী।

আরও পড়ুন: তামিলদের টার্গেট প্রধানমন্ত্রীর, তীব্র নিন্দা স্ট্যালিনের

সফরকালে একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারিত করার জন্য আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। আলোচনার মধ্যে জলবিদ্যুৎ, উন্নয়ন এবং সংযোগের বিষয়টি থাকবে।

নেপালের বিদেশ মন্ত্রকের এক বিবৃতি অনুসারে ‘বৈঠকে তাঁরা নেপাল-ভারত সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য সম্প্রতি দিল্লি সফরে এসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা। সেই সফরেও দুই রাষ্ট্রনেতার মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।  রবিবার নিজের বিবৃতিত প্রধানমন্ত্রী মোদী দেউবার দিল্লি সফরের উল্লেখ করে বলেন, ‘সেই বৈঠকের আলোচনা নেপাল সফরে এগিয়ে নিয়ে যাব।’

এই নিয়ে পঞ্চমবার নেপাল সফরে নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ২০১৪ সালে নেপাল সফরে আসেন তিনি। তবে ২০১৯ সালে পুনঃনির্বাচনের পর এটি হবে মোদির প্রথম নেপাল সফর।