‘কোনও মতুয়া নাম বাদ নয়’, SIR এর বিরুদ্ধে আমরণ অনশনে সাংসদ মমতাবালা ঠাকুর
- আপডেট : ১ নভেম্বর ২০২৫, শনিবার
- / 94
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রতিবাদের সুর চড়ালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। শনিবার বনগাঁয় বৈঠকের পর তিনি ঘোষণা করেন, ৫ নভেম্বর থেকে ঠাকুরনগরে বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে অনশন শুরু হবে। দাবি একটাই, “এসআইআর বন্ধ হোক, কোনও মতুয়া ভোটারের নাম বাদ দেওয়া চলবে না।”
সাংসদ মমতাবালা জানান, উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি মতুয়া ভোটার থাকায় এসআইআরের ফলে তাঁদের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রবল। এতে নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে তাঁর আশঙ্কা। তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরসহ কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “এসআইআর নিয়ে বিজেপি মিথ্যা প্রচার করছে, অথচ প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে না।”



























