কলকাতায় খুন! মদের আসরে বচসা থেকে রড গলায় ঢুকিয়ে হত্যা, উত্তেজনা চেতলায়
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 59
পুবের কলম, ওয়েবডেস্ক: খাস কলকাতার বুকেই ভয়াবহ খুন। চেতলায় মদের আসর থেকে শুরু হওয়া বচসা শেষ হল রক্তাক্ত খুনে। শনিবার গভীর রাতে চেতলা ১৭এ/১৭বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা। নিহত যুবকের নাম অশোক পাসোয়ান (৩২), পেশায় গাড়ি ধোয়ার কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে অশোক মদের আসরে বসেছিলেন। সেই সময় তুচ্ছ বিষয় নিয়ে এক যুবকের সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। তর্কাতর্কি চরমে উঠতেই অভিযুক্ত ব্যক্তি অশোকের গলায় লোহার রড ঢুকিয়ে দেয়।
রক্তাক্ত অবস্থায় অশোক প্রাণ বাঁচাতে প্রায় একশো মিটার দৌড়ে পালান, কিন্তু কিছু দূর যেতেই রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চেতলা থানার পুলিশ, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
































