ওয়াকফ উমিদ পোর্টালকে ‘অবৈধ’ বলল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, নিবন্ধন থেকে বিরত থাকার আহ্বান
- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 138
পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপি সরকারের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দেশজুড়ে অন্দোলন শুরু হয়েছে। সেই সঙ্গে সুপ্রিমকোর্টে মামলাও চলছে। কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় সরকার নতুনভাবে ওয়াকফ সম্পত্তি নিবন্ধন করার জন্য পোর্টাল খুলেছে।
এই অবস্থায় ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ ‘ওয়াক্ফ উমিদ পোর্টাল’-এর বিরুদ্ধে সরব হল ভারতের সংখ্যালঘুদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এক প্রেস বিবৃতিতে বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি এই পোর্টালকে “সম্পূর্ণ অবৈধ” বলে আখ্যায়িত করেছেন এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন ওয়াক্ফ আইন সংশোধনী মামলার আলোকে এটিকে “আদালত অবমাননা” হিসেবে চিহ্নিত করেছেন।
মাওলানা রহমানি বলেন, “সরকার এমন এক আইন কার্যকর করতে চাইছে, যার সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে এবং যা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতের বিবেচনাধীন। এর মাঝেই ৬ জুন পোর্টাল চালুর সিদ্ধান্ত গভীর উদ্বেগের।”
ওয়াকফ ২০২৫ কাঠামোর ভিত্তিতে তৈরি এই পোর্টাল ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে এবং বিভিন্ন মুসলিম সংগঠন, বিরোধী দল, মানবাধিকার সংস্থা, এমনকি শিখ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও এটি প্রত্যাখ্যান করেছে।
মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের পক্ষ থেকে মুসলিম সমাজ ও রাজ্য ওয়াক্ফ বোর্ডগুলিকে আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই এই পোর্টালে সম্পত্তি নিবন্ধন না করেন। সেই সঙ্গে দেশজুড়ে ওয়াক্ফ বোর্ড কর্মকর্তাদের এই প্রক্রিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানাতে এবং সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
বোর্ড ঘোষণা করেছে, তারা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে খুব শিগগিরই সুপ্রিম কোর্টে আবেদন জানাবে।




























