ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 39
পুবের কলম ওয়েবডেস্ক: ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’-এ সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, “দু’দেশের বন্ধুত্ব গভীর হবে। দায়িত্ব আরও বাড়ল।”
প্রাধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, “ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি।” একইসঙ্গে তিনি বলেন, “ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল।”
প্রথমবার ঘানায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বিকেলে তিনি আক্রার কোটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করেন ঘানার প্রেসিডেন্ট। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাঁকে।
আগামী কয়েকদিনে একাধিক দেশে যাবেন মোদি। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করেন মোদি। ভারত-ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক-প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদানপ্রদান নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ এবং টোব্যাগোর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আগামী শনিবার সেখান থেকে পৌঁছবেন আর্জেন্টিনায়। তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে নামিবিয়া যাবেন প্রধানমন্ত্রী মোদি।