রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ১৫ জনের
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 110
রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের, আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিকানের জেলার ভারতমালা হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকানেরের কোলায়ত দর্শন করে যোধপুর ফিরছিলেন একদল যাত্রী। তাঁরা বিকানেরের একটি লরিতে যাচ্ছিলেন। পথিমধ্যে লরিটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান।
মাথরা থানার পুলিশ অফিসার জানিয়েছেন, আহত দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় হাইওয়েতে ঘন কুয়াশা ও যানজটের কারণে দৃশ্যমানতা কমে গিয়েছিল। সেই কারণেই লরির চালক ট্রেলারটি দেখতে না পেরে সরাসরি ধাক্কা মারে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।























