০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এই মূহুর্তে বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি রণবীর- আলিয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 14

পুবের কলম ওয়েবডেস্কঃ এই মূহুর্তে বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি অবশ্যই রণবীর- আলিয়া। মহেশ ভাটের মেয়ের সঙ্গে সদ্য প্রয়াত ঋষি কাপুরের ছেলের বিয়ে যে অন্য রূপকথার জন্ম দেবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

একদিন পিছিয়ে গেলেও ১৫ এপ্রিল চারহাত এক হয়েছে রালিয়ার। (রণবীর-আলিয়া), রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ১ সপ্তাহ বাদেও শোরগোলের অন্ত নেই। গত বৃহস্পতিবার-ই তারকাদম্পতির ব্যক্তিগত বাংলো ‘বাস্তু’র একচিলতে বারান্দায় চার হাত এক হয়েছে পাঞ্জাবী রীতিতে। সাক্ষী বলতে, গোটা কাপুর পরিবার ও বন্ধু অয়ন মুখোপাধ্যায়, করণ জোহররা। সেই  ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উল্লাস। শনিবার ফের আরেকপ্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই বাংলোতে। ঘরোয়া রিসেপশনে উপস্থিত ছিলেন শাহরুখ-গৌরী, অর্জুন-মালাইকা, আদিত্য রায় কাপুররা। পাত্র পক্ষের তরফে উপস্থিত রয়েছেন নীতু, রিধিমা, রণধীর-ববিতা, করিশ্মা এবং সইফ-করিনারা। কনেপক্ষের তরফে সাক্ষী মা সোনি রাজদান, দিদি সাহিন ও পূজা ভাট, সৎ-ভাই রাহুল ভাট।

আরও পড়ুন: কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

 

আরও পড়ুন: ভয়কে উপেক্ষা করে কাশ্মীরে যাচ্ছেন অনেক পর্যটক, তাঁদের সকলের বক্তব্য সন্ত্রাসকে জিততে দেওয়া যাবে না

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অভিনেতা মনোজ কুমারের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই মূহুর্তে বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি রণবীর- আলিয়া

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এই মূহুর্তে বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতি অবশ্যই রণবীর- আলিয়া। মহেশ ভাটের মেয়ের সঙ্গে সদ্য প্রয়াত ঋষি কাপুরের ছেলের বিয়ে যে অন্য রূপকথার জন্ম দেবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

একদিন পিছিয়ে গেলেও ১৫ এপ্রিল চারহাত এক হয়েছে রালিয়ার। (রণবীর-আলিয়া), রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ১ সপ্তাহ বাদেও শোরগোলের অন্ত নেই। গত বৃহস্পতিবার-ই তারকাদম্পতির ব্যক্তিগত বাংলো ‘বাস্তু’র একচিলতে বারান্দায় চার হাত এক হয়েছে পাঞ্জাবী রীতিতে। সাক্ষী বলতে, গোটা কাপুর পরিবার ও বন্ধু অয়ন মুখোপাধ্যায়, করণ জোহররা। সেই  ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উল্লাস। শনিবার ফের আরেকপ্রস্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই বাংলোতে। ঘরোয়া রিসেপশনে উপস্থিত ছিলেন শাহরুখ-গৌরী, অর্জুন-মালাইকা, আদিত্য রায় কাপুররা। পাত্র পক্ষের তরফে উপস্থিত রয়েছেন নীতু, রিধিমা, রণধীর-ববিতা, করিশ্মা এবং সইফ-করিনারা। কনেপক্ষের তরফে সাক্ষী মা সোনি রাজদান, দিদি সাহিন ও পূজা ভাট, সৎ-ভাই রাহুল ভাট।

আরও পড়ুন: কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

 

আরও পড়ুন: ভয়কে উপেক্ষা করে কাশ্মীরে যাচ্ছেন অনেক পর্যটক, তাঁদের সকলের বক্তব্য সন্ত্রাসকে জিততে দেওয়া যাবে না

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অভিনেতা মনোজ কুমারের