২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দৈত্যাকার ‘তেলে ভোলা’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই! ভাইরাল ছবির আসল রহস্য ফাঁস

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
  • / 286

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে একটি দৈত্যাকার তেলে ভোলা মাছের ছবি। দাবি করা হচ্ছে, এই বিশাল আকৃতির মাছটি সম্প্রতি ধরা পড়েছে সুন্দরবনের কোনো এক নদীতে, এমনকি ক্যানিং মাছ বাজারে নাকি এখনো দেখা যাচ্ছে সেই মাছটি! কেউ বলছেন নিলামে বিক্রি হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকায়!

তবে আসল সত্যি হল ভাইরাল হওয়া এই ছবি বা খবরটি আসলে তিন বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি।ঘটনার সূত্রপাত সুন্দরবনের বিদ্যা নদীতে। বছর তিনেক আগে, সুন্দরবনের ওই নদীতে এক পরিবারের তিনজন সহ মোট পাঁচ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে সারাদিনের পরিশ্রমের পরেও কোন মাছ না ধরতে পেরে হতাশ হয়ে পড়েছিলেন। তবে সন্ধ্যা নাগাদ যখন হতাশ হয়ে জাল তুলছিলেন, তখন তারা হঠাৎ অনুভব করে যে জালে মনে হয় বিশাল কিছু আটকেছে!

প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে ভেবেছিলেন কুমির হবে হয়তো, কিন্তূ সাহস করে জালটি তুলতেই চমকে যায় তারা!’কারণ সেটি কুমির নয়, ছিল এক বিশাল আকারের তেলেভোলা মাছ, যার ওজন ছিল প্রায় ৭৮ কেজি। তার পরে সেই মাছটি নিয়ে আসা হয় ক্যানিং মাছ বাজারে। আর সেখান থেকে খবর পৌঁছে যায় শহর কলকাতায়। আর সেই খবর পেয়ে কলকাতা থেকে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে ছুটে আসেন কলকাতার এক মৎস্য ব্যবসায়ী। প্রায় ৪০ লক্ষ টাকা দিয়ে ওই মাছটি কিনে নেন তিনি। সেই সময় ঐ বিস্ময়কর ঘটনার ছবি এবং ভিডিও তখন ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি, নদিয়া থেকে গ্রেফতার যুবক

আর এখন, তিন বছর পরেও আবার সেই পুরনো ছবি এবং তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো আবারও ভাইরাল দৈত্যকার ঐ তেলে ভোলা।ফলস্বরূপ, অনেকেই ভেবে বসেছেন আবার এমন মাছ ধরা পড়েছে!

আরও পড়ুন: Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দৈত্যাকার ‘তেলে ভোলা’ ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইচই! ভাইরাল ছবির আসল রহস্য ফাঁস

আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার

কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে একটি দৈত্যাকার তেলে ভোলা মাছের ছবি। দাবি করা হচ্ছে, এই বিশাল আকৃতির মাছটি সম্প্রতি ধরা পড়েছে সুন্দরবনের কোনো এক নদীতে, এমনকি ক্যানিং মাছ বাজারে নাকি এখনো দেখা যাচ্ছে সেই মাছটি! কেউ বলছেন নিলামে বিক্রি হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকায়!

তবে আসল সত্যি হল ভাইরাল হওয়া এই ছবি বা খবরটি আসলে তিন বছর আগের একটি ঘটনার পুনরাবৃত্তি।ঘটনার সূত্রপাত সুন্দরবনের বিদ্যা নদীতে। বছর তিনেক আগে, সুন্দরবনের ওই নদীতে এক পরিবারের তিনজন সহ মোট পাঁচ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে সারাদিনের পরিশ্রমের পরেও কোন মাছ না ধরতে পেরে হতাশ হয়ে পড়েছিলেন। তবে সন্ধ্যা নাগাদ যখন হতাশ হয়ে জাল তুলছিলেন, তখন তারা হঠাৎ অনুভব করে যে জালে মনে হয় বিশাল কিছু আটকেছে!

প্রথমে তাঁরা আতঙ্কিত হয়ে ভেবেছিলেন কুমির হবে হয়তো, কিন্তূ সাহস করে জালটি তুলতেই চমকে যায় তারা!’কারণ সেটি কুমির নয়, ছিল এক বিশাল আকারের তেলেভোলা মাছ, যার ওজন ছিল প্রায় ৭৮ কেজি। তার পরে সেই মাছটি নিয়ে আসা হয় ক্যানিং মাছ বাজারে। আর সেখান থেকে খবর পৌঁছে যায় শহর কলকাতায়। আর সেই খবর পেয়ে কলকাতা থেকে সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিংয়ে ছুটে আসেন কলকাতার এক মৎস্য ব্যবসায়ী। প্রায় ৪০ লক্ষ টাকা দিয়ে ওই মাছটি কিনে নেন তিনি। সেই সময় ঐ বিস্ময়কর ঘটনার ছবি এবং ভিডিও তখন ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি, নদিয়া থেকে গ্রেফতার যুবক

আর এখন, তিন বছর পরেও আবার সেই পুরনো ছবি এবং তথ্য ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো আবারও ভাইরাল দৈত্যকার ঐ তেলে ভোলা।ফলস্বরূপ, অনেকেই ভেবে বসেছেন আবার এমন মাছ ধরা পড়েছে!

আরও পড়ুন: Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯