১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মোদির কাছে মুহাম্মদ রফিকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
  • / 41

পুবের কলম, ওয়েবডেস্ক : ভারতের প্রবাদপ্রতীম সংগীতশিল্পী মুহাম্মদ রফির কথা কারুর অজানা নয়। কিংবদন্তি এই গায়কের কন্ঠস্বরের জাদুতে আজও মুগ্ধ দেশবাসী। দেশাত্মবোধক গান থেকে দুঃখের গান, রোমান্টিক গান, কাওয়ালি, গজল, ভজন ও শাস্ত্রীয় গান এক আলাদা মর্যাদা পেয়েছে। এবার এই বিশিষ্ট সংগীতশিল্পী মুহাম্মদ রফিকে ভারতরত্ন সম্মান দেওয়ার অনুরোধ জানালেন তাঁর এক গুণমুগ্ধ ভক্ত, রাজ্যসভার তৃণমূলের সচেতক, সাংসদ সুখেন্দুশেখর রায়।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর, ১৯২৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় শিল্পী মুহাম্মদ রফি। তাঁর জন্মশতবর্ষ চলছে নীরবেই। সেকথা উল্লেখ করেই সুখেন্দুশেখর রায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুহাম্মদ রফিকে ভারতরত্ন সম্মান দেওয়ার আবেদন জানিয়েছেন। সুখেন্দুশেখর তাঁর পরিচিতদের কাছে রফির পরমভক্ত বলেই পরিচিত। সংসদে বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, মাঝে মধ্যেই ‘রফি’র গান গেয়ে ওঠেন তিনি। নেতা-নেত্রীরা টেবিল চাপড়ে তাঁর রফির প্রতি এই শ্রদ্ধাকে সমর্থন জানান।
সেই সুখেন্দুশেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন তাঁর এই অনুরোধের কথা।

সম্প্রতি মুম্বইতে শিল্পীর একটি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী গয়াল রফিকে নিয়ে প্রধানমন্ত্রীর একটি দীর্ঘ বার্তা পাঠ করে শোনান।

মোদিকে লেখা অনুরোধ বার্তায় সুখেন্দুশেখর লিখেছেন, ‘ভারতীয় সংগীতে এই গায়কের অবদান সংক্রান্ত আপনার বার্তাটি শুনে আমি অভিভূত। তবে দুঃখজনকভাবে তাঁর জীবদ্দশাতেই রফি একমাত্র পদ্মশ্রী সম্মানটুকু পেয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তাঁর গানের জনপ্রিয়তা আজও বেড়েই চলেছে। তাই তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদির কাছে মুহাম্মদ রফিকে ভারতরত্ন দেওয়ার অনুরোধ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক : ভারতের প্রবাদপ্রতীম সংগীতশিল্পী মুহাম্মদ রফির কথা কারুর অজানা নয়। কিংবদন্তি এই গায়কের কন্ঠস্বরের জাদুতে আজও মুগ্ধ দেশবাসী। দেশাত্মবোধক গান থেকে দুঃখের গান, রোমান্টিক গান, কাওয়ালি, গজল, ভজন ও শাস্ত্রীয় গান এক আলাদা মর্যাদা পেয়েছে। এবার এই বিশিষ্ট সংগীতশিল্পী মুহাম্মদ রফিকে ভারতরত্ন সম্মান দেওয়ার অনুরোধ জানালেন তাঁর এক গুণমুগ্ধ ভক্ত, রাজ্যসভার তৃণমূলের সচেতক, সাংসদ সুখেন্দুশেখর রায়।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর, ১৯২৪ সালে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় শিল্পী মুহাম্মদ রফি। তাঁর জন্মশতবর্ষ চলছে নীরবেই। সেকথা উল্লেখ করেই সুখেন্দুশেখর রায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মুহাম্মদ রফিকে ভারতরত্ন সম্মান দেওয়ার আবেদন জানিয়েছেন। সুখেন্দুশেখর তাঁর পরিচিতদের কাছে রফির পরমভক্ত বলেই পরিচিত। সংসদে বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, মাঝে মধ্যেই ‘রফি’র গান গেয়ে ওঠেন তিনি। নেতা-নেত্রীরা টেবিল চাপড়ে তাঁর রফির প্রতি এই শ্রদ্ধাকে সমর্থন জানান।
সেই সুখেন্দুশেখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জানিয়েছেন তাঁর এই অনুরোধের কথা।

সম্প্রতি মুম্বইতে শিল্পীর একটি স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াল। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী গয়াল রফিকে নিয়ে প্রধানমন্ত্রীর একটি দীর্ঘ বার্তা পাঠ করে শোনান।

মোদিকে লেখা অনুরোধ বার্তায় সুখেন্দুশেখর লিখেছেন, ‘ভারতীয় সংগীতে এই গায়কের অবদান সংক্রান্ত আপনার বার্তাটি শুনে আমি অভিভূত। তবে দুঃখজনকভাবে তাঁর জীবদ্দশাতেই রফি একমাত্র পদ্মশ্রী সম্মানটুকু পেয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে তাঁর গানের জনপ্রিয়তা আজও বেড়েই চলেছে। তাই তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।’