২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নদী বাঁধের খাঁচা তৈরির দূর্নীতিতে নাম উঠে তৃনমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
  • / 118

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কাকদ্বীপ : নদী বাঁধ সংস্কারের খাঁচা তৈরিতে দুর্নীতি,প্রতিবাদ করলে বাঁধে গন্ডগোল, ঘটনাস্থলে পুলিশ।নদী সংস্কারে বাঁশের খাঁচায় ইট ফেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মন্দিরের ঘাট এলাকায়। বাঁশ দিয়ে খাঁচা করে প্রতি খাঁচার মধ্যে ৪০ খানা ইট দিয়ে তিনটি খাঁচায় একত্রিত করে নদী বাঁধ সংস্কার হবে।এইরকম খাঁচা তৈরি হবে ২৪০ টি। সেই খাঁচার মধ্যে ইট দিতে গিয়েও কম ইট দিয়ে দুর্নীতি করছে ঠিকাদার।

এই কম ইট দেওয়ার ফলে খাঁচাটি শক্তভাবে বালির মধ্যে থাকবে না। এই দুর্নীতিতে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি প্রতিবাদ করলেও ঠিকাদারের সমর্থনে এগিয়ে আসে বর্তমান প্রধান ও অঞ্চল যুব তৃণমূলের সভাপতি।আর তাই নিয়ে রবিবার গন্ডগোল শুরু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।তবে পুলিশের আশ্বাসে গন্ডগোল থামলেও বিরোধীদের কটাক্ষ, দুর্নীতির অপর নাম তৃণমূল, তৃণমূলের কাছে এটা নতুন কোন ঘটনা নয়। ২০২৬ সালে মানুষ ওদের দিকে তেড়ে যাবে।তবে তৃণমূল ব্লক স্তরের নেতৃত্বের দাবি। দল এর সাথে কোনোভাবেই জড়িত নয়।তাই দলের নামে যদি কেউ অপরাধ করে দল তার ব্যবস্থা নেমে সময়মতন।

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নদী বাঁধের খাঁচা তৈরির দূর্নীতিতে নাম উঠে তৃনমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কাকদ্বীপ : নদী বাঁধ সংস্কারের খাঁচা তৈরিতে দুর্নীতি,প্রতিবাদ করলে বাঁধে গন্ডগোল, ঘটনাস্থলে পুলিশ।নদী সংস্কারে বাঁশের খাঁচায় ইট ফেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মন্দিরের ঘাট এলাকায়। বাঁশ দিয়ে খাঁচা করে প্রতি খাঁচার মধ্যে ৪০ খানা ইট দিয়ে তিনটি খাঁচায় একত্রিত করে নদী বাঁধ সংস্কার হবে।এইরকম খাঁচা তৈরি হবে ২৪০ টি। সেই খাঁচার মধ্যে ইট দিতে গিয়েও কম ইট দিয়ে দুর্নীতি করছে ঠিকাদার।

এই কম ইট দেওয়ার ফলে খাঁচাটি শক্তভাবে বালির মধ্যে থাকবে না। এই দুর্নীতিতে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি প্রতিবাদ করলেও ঠিকাদারের সমর্থনে এগিয়ে আসে বর্তমান প্রধান ও অঞ্চল যুব তৃণমূলের সভাপতি।আর তাই নিয়ে রবিবার গন্ডগোল শুরু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।তবে পুলিশের আশ্বাসে গন্ডগোল থামলেও বিরোধীদের কটাক্ষ, দুর্নীতির অপর নাম তৃণমূল, তৃণমূলের কাছে এটা নতুন কোন ঘটনা নয়। ২০২৬ সালে মানুষ ওদের দিকে তেড়ে যাবে।তবে তৃণমূল ব্লক স্তরের নেতৃত্বের দাবি। দল এর সাথে কোনোভাবেই জড়িত নয়।তাই দলের নামে যদি কেউ অপরাধ করে দল তার ব্যবস্থা নেমে সময়মতন।

আরও পড়ুন: Nepal protests: শ্যুট অ্যাট সাইটের নির্দেশ নেপালে, পুলিশি গুলিতে মৃত বেড়ে ৯