১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 10

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্কারের দৌড়ে জায়গা করে নিল বাঙালি পরিচালকের রাইটিং উইথ ফায়ার (Writing With Fire)। সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে এই তথ্যচিত্র।পরিচালক দু’জনের একজন হলেন বাঙালি সুস্মিত ঘোষ।যুগ্ম পরিচালক হলেন রিন্টু থমাস।Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

আরও পড়ুন: নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ সেরা অভিনেতা মনোনীত বলি তারকা আদিল হুসেন

writing with fire এর মূল বিষয়বস্তু হচ্ছে একটি সংবাদপত্রের টিকে থাকার আপোষহীন লড়াই। “খবর লহরিয়া”। ভারতের একমাত্র সংবাদপত্র যেটি পরিচালনা করেন দলিত মহিলারা। Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

আরও পড়ুন: অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

মঙ্গলবারে ঘোষণা হল এ বছরের অস্কারের মনোনয়নের তালিকা। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে স্থান পেল সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। দু’জনেরই প্রথম ছবি এটি। উচ্ছ্বসিত থমাস ট্যুইটও করেছেন।

আরও পড়ুন: গর্বিত ভারত, দক্ষিণী ছবি ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে দেশে এল অস্কার

শুধুমাত্র অস্তিত্বের লড়াইয়ের জন্য একটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া সংবাদপত্র কি করে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হয় সে কথাও তুলে ধরা হয়েছে।

দলিত মহিলাদের লড়াই, সামাজিক অবস্থান, প্রশাসনের সঙ্গে বিবাদ, অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের মতো বিষয়গুলি।

বেশ কয়েকটি পুরস্কার ইতিমধ্যেই পেয়েছে writing with fire. আমেরিকায় সানডান্স উৎসবের একটি বিশেষ বিভাগেও ছবিটি দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। পুরস্কার পেয়েছে বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গাতে। এবার লড়াই অস্কারের দৌড়ে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্কারের দৌড়ে জায়গা করে নিল বাঙালি পরিচালকের রাইটিং উইথ ফায়ার (Writing With Fire)। সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে এই তথ্যচিত্র।পরিচালক দু’জনের একজন হলেন বাঙালি সুস্মিত ঘোষ।যুগ্ম পরিচালক হলেন রিন্টু থমাস।Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

আরও পড়ুন: নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ এ সেরা অভিনেতা মনোনীত বলি তারকা আদিল হুসেন

writing with fire এর মূল বিষয়বস্তু হচ্ছে একটি সংবাদপত্রের টিকে থাকার আপোষহীন লড়াই। “খবর লহরিয়া”। ভারতের একমাত্র সংবাদপত্র যেটি পরিচালনা করেন দলিত মহিলারা। Writing With Fire: অস্কারের দৌড়ে এবার দলিত মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের একমাত্র সংবাদপত্র

আরও পড়ুন: অস্কারের সেরা সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

মঙ্গলবারে ঘোষণা হল এ বছরের অস্কারের মনোনয়নের তালিকা। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে স্থান পেল সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। দু’জনেরই প্রথম ছবি এটি। উচ্ছ্বসিত থমাস ট্যুইটও করেছেন।

আরও পড়ুন: গর্বিত ভারত, দক্ষিণী ছবি ‘আরআরআর’-গান নাট্টু নাট্টু’র হাত ধরে দেশে এল অস্কার

শুধুমাত্র অস্তিত্বের লড়াইয়ের জন্য একটি ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া সংবাদপত্র কি করে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হয় সে কথাও তুলে ধরা হয়েছে।

দলিত মহিলাদের লড়াই, সামাজিক অবস্থান, প্রশাসনের সঙ্গে বিবাদ, অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের মতো বিষয়গুলি।

বেশ কয়েকটি পুরস্কার ইতিমধ্যেই পেয়েছে writing with fire. আমেরিকায় সানডান্স উৎসবের একটি বিশেষ বিভাগেও ছবিটি দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। পুরস্কার পেয়েছে বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গাতে। এবার লড়াই অস্কারের দৌড়ে।