জাল ভারতীয় নোট-সহ গ্রেফতার এক যুবক
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 173
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: জাল ভারতীয় নোট সহ যুবক গ্রেফতার। বসিরহাটের স্বরূপনগর থানার তেঁতুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বসিরহাট-স্বরূপনগর রোডে টহল দিচ্ছিল পুলিশ। সেই সময় তেঁতুলিয়া বাস স্ট্যান্ড এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ। তার চলাফেরা দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশদের।
স্বরূপনগর থানার ওসি অরিন্দম হালদারের নেতৃত্বাধীন পুলিশ তাকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ১৬ হাজার ৫০০ টাকার জাল ভারতীয় নোট। সব নোট গুলিই ৫০০ টাকার। তারপরেই তাকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। ধৃতের নাম এসারুল মোল্লা।
সে বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা এলাকার বাসিন্দা। তাকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এর সঙ্গে আন্তর্জাতিক জাল নোট পাচার চক্রের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।



























