০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে সবুজ আবির খেলা, উত্তর দিনাজপুরের সব বিধানসভা হাত ছাড়া বিজেপির

রফিকুল হাসান
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
  • / 6

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: বিজেপির জেলা কমিটির কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, প্রকাশ্যে বিজেপি দলের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, এমনকি দলের শোকজ এর জবাব না দেওয়া এই সব কাজের মধ্যেই দলবদলের রাজনৈতিক জল্পনা চলছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে সমস্ত জল্পনার অবসান করে বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই খবর ছড়িয়ে পরতেই রায়গঞ্জে বিধায়কের দলীয় কার্যালয়ের সামনে সবুজ আবীর খেলায় মেতে ওঠেন বিধায়কের সমর্থকরা। 

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, জেলায় দল আরও শক্তিশালী হল। এই জেলায় বিজেপির আর অস্তিত্ব থাকল না। ২০২১ সালে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে ৭ টি তে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভা টি তে জয়লাভ করে বিজেপি। 

যদিও সম্প্রতি কলকাতায় গিয়ে দলবদল করে তৃণমূল কংগ্রেস দলে যোগদেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।  এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়কও তৃণমূল কংগ্রেসে চলে আসায় জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের দখলে এল।  বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন কৃষ্ণ কল্যানী। কিন্তু দলে থেকে কাজ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাকে বলে অভিযোগ। এমনকি ভোটে হারাতে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করেছেন এই অভিযোগও তোলেন তিনি। যদিও রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,” কৃষ্ণবাবুর সঙ্গে কেউ ষড়যন্ত্র করেন নি। উনি তৃণমূলে যাবেন ঠিক করেই নিয়েছিলেন। উনি রায়গঞ্জবাসীর সাথে বিশ্বাস ঘাতকতা করলেন। 

অপরদিকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, উন্নয়নের কাজ করতে তৃণমূল কংগ্রেস এর বিকল্প নেই। বিজেপিতে থেকে শুধুই ষড়যন্ত্রের শিকার হতে হয়। তাই মানুষের স্বার্থে কাজ করতে তৃণমূলে এসেছি। বিজেপিতে যোগ দান করা ভুল ছিল।রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়নে মাস্টার প্ল্যান করে কাজ করা হবে আগামীদিনে বলে তিনি জানান। 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রায়গঞ্জে সবুজ আবির খেলা, উত্তর দিনাজপুরের সব বিধানসভা হাত ছাড়া বিজেপির

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: বিজেপির জেলা কমিটির কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া, প্রকাশ্যে বিজেপি দলের সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, এমনকি দলের শোকজ এর জবাব না দেওয়া এই সব কাজের মধ্যেই দলবদলের রাজনৈতিক জল্পনা চলছিল দীর্ঘদিন থেকেই। অবশেষে সমস্ত জল্পনার অবসান করে বুধবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এই খবর ছড়িয়ে পরতেই রায়গঞ্জে বিধায়কের দলীয় কার্যালয়ের সামনে সবুজ আবীর খেলায় মেতে ওঠেন বিধায়কের সমর্থকরা। 

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, জেলায় দল আরও শক্তিশালী হল। এই জেলায় বিজেপির আর অস্তিত্ব থাকল না। ২০২১ সালে উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্র গুলির মধ্যে ৭ টি তে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিধানসভা টি তে জয়লাভ করে বিজেপি। 

যদিও সম্প্রতি কলকাতায় গিয়ে দলবদল করে তৃণমূল কংগ্রেস দলে যোগদেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়।  এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়কও তৃণমূল কংগ্রেসে চলে আসায় জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রই তৃণমূল কংগ্রেসের দখলে এল।  বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন কৃষ্ণ কল্যানী। কিন্তু দলে থেকে কাজ করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাকে বলে অভিযোগ। এমনকি ভোটে হারাতে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ষড়যন্ত্র করেছেন এই অভিযোগও তোলেন তিনি। যদিও রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,” কৃষ্ণবাবুর সঙ্গে কেউ ষড়যন্ত্র করেন নি। উনি তৃণমূলে যাবেন ঠিক করেই নিয়েছিলেন। উনি রায়গঞ্জবাসীর সাথে বিশ্বাস ঘাতকতা করলেন। 

অপরদিকে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, উন্নয়নের কাজ করতে তৃণমূল কংগ্রেস এর বিকল্প নেই। বিজেপিতে থেকে শুধুই ষড়যন্ত্রের শিকার হতে হয়। তাই মানুষের স্বার্থে কাজ করতে তৃণমূলে এসেছি। বিজেপিতে যোগ দান করা ভুল ছিল।রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়নে মাস্টার প্ল্যান করে কাজ করা হবে আগামীদিনে বলে তিনি জানান।