ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ‘হাস্যকর’, তীব্র সমালোচনায় ট্রাম্প

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 262
পুবের কলম ওয়েবডেস্ক: এক সময়ে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ গঠনের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, তৃতীয় কোনও রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর। এটা শুধু বিভ্রান্তি তৈরি করবে।”
ট্রাম্প আরও বলেন, “আমাদের দেশে সব সময় দ্বিদলীয় ব্যবস্থা চলেছে—রিপাবলিকান ও ডেমোক্র্যাট। মাস্কের মতো লোকেরা তৃতীয় দল গড়ে শুধু ভোট ভাগ করে দেবে, বাস্তবে কোনও পরিবর্তন আনতে পারবে না।”
প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে এক্স হ্যান্ডলে মাস্ক জানান, তিনি যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ের বিকল্প হিসেবে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করেছেন। মাস্ক দাবি করেন, জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রীয় ব্যয় ও কর ব্যবস্থার সংস্কার আনতেই তাঁর এই উদ্যোগ।
তবে ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, মাস্কের রাজনৈতিক অভিযানে রিপাবলিকান শিবিরের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, মাস্কের জনপ্রিয়তা এবং বড় অংকের অর্থ ব্যয়ের জোগান পরবর্তী নির্বাচনে ভোট বিভাজনের বড় কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।