বীরভূমে ক্যানেলে মিলল সদ্যোজাত শিশু কন্যার দেহ
- আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
- / 14
কৌশিক সালুই, বীরভূম :- ঘটা করে নারী দিবস উদযাপন এখনো এক সপ্তাহ হয়নি। আর তার মধ্যেই এক নির্মম অমানবিকতার নাজির পাওয়া গেল। রবিবার দুপুরে বীরভূমের সদাইপুর থানার ভূরকুনা সেচ ক্যানেলে পাওয়া গেল সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ। পুলিশ জলে ভাসা মৃতদেহটি উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।
ময়ূরাক্ষী নদীর ভুরকুনা সেচ ক্যানেলে এদিন দুপুরে স্থানীয় মানুষজন কাপড়ে মোড়া সদ্যোজাত শিশু কন্যার মৃতদেহ জলে ভাসতে দেখেন। ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান শিশু কন্যা হওয়ার জন্য কোনো পরিবার ওই ঘৃণ্য কাজটি করে থাকতে পারে। সদাইপুর থানার ওসি মিখাইল মিয়া বলেন,”সেচ ক্যানেলের জলে ভেসে আসা সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে”।