০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের বকেয়া আদায় করতে দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 79

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য অর্থ দিচ্ছে না। শুধু তাই নয়, একই দাবিতে কিছুদিন আগে কলকাতায় মিছিল করেছিল বাম-কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস তো লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে। সেই আন্দোলনে এবার  ঝাঁজ বাড়াতে ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর হুংকার, রাজ্যের নায্য দাবি না মানলে লাখো মানুষের সই সংগ্রহ করে দিল্লি অভিযান করবে তৃণমূল।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখছে। বারবার প্রতিনিধিদল পাঠিয়ে বিব্রত করার অভিযোগ তো আছেই। তারই বিরুদ্ধে এবং বকেয়া টাকার দাবিতে কিছুদিন আগেই কলকাতায় ধরনায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই আন্দোলনকে আরও গতিশীল করতে আসরে নামছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করেছেন, রাজ্যের দাবি জানিয়ে এসেছেন।

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়  তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন, যাঁরা একশো দিনের টাকা পাননি তাদের সই সংগ্রহ করতে হবে।  তারপর সেই সই সংবলিত দাবিপত্র নিয়ে দিল্লি যাবেন তিনি। সাধারণ  মানুষের হকের টাকার দাবিতে প্রয়োজনে ধরনা, বিক্ষোভ সবই করা  হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই সই সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বকেয়ার দাবিতে সরব হন। তিনি বলেন, যারা দুর্নীতিতে জড়িত তাদের শাস্তি দিন। কিন্তু সবার টাকা আটকে রাখা হবে কেন। এমনকী কেন্দ্র ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, আমাকে এক কোটি সই দাও আমি বকেয়া আদায় করে ছাড়ব। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন: মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে: অভিষেক

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের বকেয়া আদায় করতে দিল্লি অভিযানের হুঁশিয়ারি অভিষেকের

আপডেট : ৯ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রাপ্য অর্থ দিচ্ছে না। শুধু তাই নয়, একই দাবিতে কিছুদিন আগে কলকাতায় মিছিল করেছিল বাম-কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস তো লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেই যাচ্ছে। সেই আন্দোলনে এবার  ঝাঁজ বাড়াতে ময়দানে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর হুংকার, রাজ্যের নায্য দাবি না মানলে লাখো মানুষের সই সংগ্রহ করে দিল্লি অভিযান করবে তৃণমূল।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রাখছে। বারবার প্রতিনিধিদল পাঠিয়ে বিব্রত করার অভিযোগ তো আছেই। তারই বিরুদ্ধে এবং বকেয়া টাকার দাবিতে কিছুদিন আগেই কলকাতায় ধরনায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই আন্দোলনকে আরও গতিশীল করতে আসরে নামছেন  অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করেছেন, রাজ্যের দাবি জানিয়ে এসেছেন।

আরও পড়ুন: শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন মমতা ও অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়  তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন, যাঁরা একশো দিনের টাকা পাননি তাদের সই সংগ্রহ করতে হবে।  তারপর সেই সই সংবলিত দাবিপত্র নিয়ে দিল্লি যাবেন তিনি। সাধারণ  মানুষের হকের টাকার দাবিতে প্রয়োজনে ধরনা, বিক্ষোভ সবই করা  হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই সই সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন: ট্র্যাম্পের উস্কানি! গাজায় আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

শনিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বকেয়ার দাবিতে সরব হন। তিনি বলেন, যারা দুর্নীতিতে জড়িত তাদের শাস্তি দিন। কিন্তু সবার টাকা আটকে রাখা হবে কেন। এমনকী কেন্দ্র ১০০ দিনের কাজের বকেয়া টাকা না দিলে ১০০ দিনের কাজের শ্রমিকদের নিয়ে দিল্লি অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, আমাকে এক কোটি সই দাও আমি বকেয়া আদায় করে ছাড়ব। এ নিয়ে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন: মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে ভোকাট্টা করবে: অভিষেক