সুস্থ আছে আদিত্য, জানালো ইসরো

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই সূর্যের উদ্দ্যেশে পাড়ি দিয়েছে আদিত্য। সতীশ ধবন স্পেস সেন্টার থেকে সর্বক্ষণ তাঁর উপর নজরদারি চালাচ্ছে বিজ্ঞানীরা। কেমন আছে আদিত্য? রবিবার ইসরো জানিয়েছেন, ‘সুস্থ আছে আদিত্য। স্বাভাবিকভাবেই কাজ করছে সে’। তাঁর পরবর্তী কৌশল মঙ্গলবার ভারতীয় সময় রাত্রি ৩ টেয় জানা যাবে।
Aditya-L1 Mission:
The satellite is healthy and operating nominally.The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00… pic.twitter.com/sYxFzJF5Oq
— ISRO (@isro) September 3, 2023
চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডিংয়ের পর, ইসরো’র পরবর্তী লক্ষ্য ছিল সূর্য। সেমত শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা হয়েছিল ভারতের প্রথম সূর্যযান আদিত্য এল-১। ১২০ দিন ধরে একটু একটু করে সূর্যের দিকে এগিয়ে যাবে। আর সেই কাজই সঠিকভাবে করছে আদিত্য, জানিয়েছেন ইসরো।