আজ ভারতের সবচেয়ে ভারী স্যাটালাইট উৎক্ষেপণ করবে ইসরো, শক্তিবৃদ্ধি হবে নৌবাহিনীর
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 81
পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশে পাড়ি দিচ্ছে জিস্যাট 7 আর (সিএমএস -03) স্যাটালাইট। রবিবার সন্ধ্যায় ভারতীয় নৌবাহিনীর যোগাযোগ জন্য উন্নতি স্যাটালাইট উৎক্ষেপণ করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। দেশীয় প্রযুক্তিতে তৈরি উপগ্রহটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ হবে। যার ওজন প্রায় চার হাজার চারশো কেজি।
রবিবার অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে বিকেল ৫:২৬ এ স্যাটালাইটটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণটি ইসরোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। ইসরো সূত্রে খবর, এই উপগ্রহটি ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণের জন্য বিশেষভাবে তৈরি অত্যাধুনিক উপাদানগুলির সাহায্যে মহাকাশ-ভিত্তিক যোগাযোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে সচেতনতা গড়ে তুলবে। সিএমএস -03 একটি মাল্টি-ব্যান্ড যোগাযোগ উপগ্রহ। এটি ভারতীয় ভূখণ্ড সহ বিস্তৃত মহাসাগরীয় অঞ্চলে পরিষেবা সরবরাহ করবে। উপগ্রহটি বিখ্যাত এলভিএম 3 লঞ্চ ভেহিকেল দ্বারা উৎক্ষেপণ করা হবে, যা চন্দ্রযান -3 মিশনে ব্যবহার করা হয়েছিল। যেটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ভারতকে অবতরণ করেছিল। এটি হবে বিমানটির পঞ্চম অপারেশনাল ফ্লাইট। ভারতীয় নৌবাহিনী বলেছে, “এই স্যাটেলাইটটি এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ। যার ওজন প্রায় প্রায় চার হাজার চারশো কেজি বেশি। এতে ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণের জন্য বিশেষভাবে তৈরি অনেক দেশীয় অত্যাধুনিক উপাদান রয়েছে।”
ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, “প্রায় চার হাজার চারশো কেজি ওজনের সিএমএস -03 ভারতীয় মাটি থেকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে (জিটিও) উৎক্ষেপণের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ হবে। এলভিএম 3 এর পূর্ববর্তী মিশন চন্দ্রযান -3 মিশন চালু করেছিল, যেখানে ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণ করেছিল।”














































